Doctor’s Protest: মঞ্চে তখন মুখ্যসচিব, তাবড়-তাবড় পুলিশ কর্তারা, তার মধ্যেই গায়েব হয়ে গেল অনশনকারীর ফোন

Sourav Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 19, 2024 | 7:09 PM

Doctor's Protest: আজ যখন মুখ্যসচিব মনোজ পন্থ ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকেরা কথা বলাচ্ছেন। সেই সময় অনশন মঞ্চ থেকে খোওয়া গেল অনশনকারী পরিচয় পাণ্ডার ফোন‌। মঞ্চে বহিরাগতদের কাউকে ঢুকতে দিচ্ছেন না জুনিয়র চিকিৎসকেরা।

Doctors Protest: মঞ্চে তখন মুখ্যসচিব, তাবড়-তাবড় পুলিশ কর্তারা, তার মধ্যেই গায়েব হয়ে গেল অনশনকারীর ফোন
চিকিৎসক পরিচয় পাণ্ডা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান-বিক্ষোভ-অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সাধারণ নাগরিক থেকে সকলেই সেখানে অন্তত একবার হলেও ঢুঁ মেরে আসছেন। শনিবার অনশন মঞ্চে পৌঁছন মুখ্যসচিব,স্বরাষ্ট্রসচিব,ডিসি সেন্ট্রাল। আর ভিভিআইপি-দের উপস্থিতি যখন রয়েছে, সেই সময় অভিযোগ উঠল অনশনকারীর ফোন গায়েবের।

আজ যখন মুখ্যসচিব মনোজ পন্থ ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকেরা কথা বলাচ্ছেন। সেই সময় অনশন মঞ্চ থেকে খোওয়া গেল অনশনকারী পরিচয় পাণ্ডার ফোন‌। মঞ্চে বহিরাগতদের কাউকে ঢুকতে দিচ্ছেন না জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব,ডিসি সেন্ট্রাল মঞ্চে থাকাকালীন পুলিশি নিরাপত্তার‌ও কড়াকড়ি ছিল। এর‌ই মধ্যে কী উদ্দেশ্যে ফোন গায়েব হল তা নিয়ে উদ্বিগ্ন জুনিয়র চিকিৎসকরা।

পরিচয় পাণ্ডা বলেন, “আজ যখন ভিভিআইপিরা এসেছিলেন, আমার ফোনটা কাছেই ছিল। পরে রেখেছিলাম। হঠাৎ করে ফোনটা পাচ্ছি না। কল করলে দেখা যায় যে সুইচ অফ। এরপর লোকেশন ট্রাক করে দেখা যায় যে একটি ক্যাফের সামনে রয়েছে। এটা ভাবার বিষয়। এই রকম একটা জায়গায় যখন ভেবে চিন্তে লোক ঢোকানো হচ্ছে। সেই সময় কীভাবে এই ঘটনা ঘটল? আমি চাই এরপর যেন আমার ফোন ব্যবহার করে কোনও ইপ্লিকেশন ভবিষ্যতে না হয়। এটা আমি সন্দেহের চোখেই দেখছি। এটা কে করেছে, কী অভিসন্ধীতে করেছে?”

 

Next Article
RG Kar:‘মাঝে মাঝে আমিও লজ্জা পেয়ে যাই’, এবার পুলিশের গার্ডরেলের গায়ে প্রতিবাদী পোস্টার আন্দোলনকারীদের
Medicine Price hike: ৮টি জরুরি ওষুধের দাম বাড়াল কেন্দ্র, কোন-কোন রোগের ওষুধের মূল্য বাড়ল?