Doctor Protest: ‘ওরা আমার সন্তানের মতো, ওদের দেখে চোখের জল আটকাতে পারলাম না’, প্রতিমা দর্শন নয়, অনশনকারীদের দেখতে ঢল ধর্মতলায়

Doctor Protest: মহাষষ্ঠীর সকালে ধর্মতলার চিকিৎসকদের অনশন মঞ্চে দেখা গেল এক অন্য ছবি। অনশন আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারীদের বাবা-মা পরিজনেরাও সকালে তাঁদের সঙ্গে যোগ দেন।

Doctor Protest: 'ওরা আমার সন্তানের মতো, ওদের দেখে চোখের জল আটকাতে পারলাম না', প্রতিমা দর্শন নয়, অনশনকারীদের দেখতে ঢল ধর্মতলায়
ধর্মতলায় আন্দোলনকারীদের পাশে সাধারণ মানুষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2024 | 5:41 PM

কলকাতা: উৎসবের শহরে এখনও প্রতিবাদ জারি। বিচারের দাবিতে আরও চড়া আন্দোলনকারী চিকিৎসকদের সুর। একদিকে চলছে চিকিৎসকদের গণইস্তফা, তখন অন্যদিকে, সিজিও কমপ্লেক্স অভিযান চালালেন নার্স-চিকিৎসকরা। মহাষষ্ঠীতে একাধিক কর্মসূচি আন্দোলনকারী চিকিৎসকদের। এদিন থেতেই তিলোত্তমার প্রতীকী মূর্তি নিয়ে শহর পরিক্রমা করার সিদ্ধান্ত আন্দোলনকারী চিকিৎসকদের।

মহাষষ্ঠীর সকালে ধর্মতলার চিকিৎসকদের অনশন মঞ্চে দেখা গেল এক অন্য ছবি। অনশন আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারীদের বাবা-মা পরিজনেরাও সকালে তাঁদের সঙ্গে যোগ দেন।

অন্যদিকে, আন্দোলনকারীদের সঙ্গে রক্তের কোনও সম্পর্ক নেই, কিন্তু কেবল এই আন্দোলনের সঙ্গে আত্মিক যোগ খুঁজেও অনশনকারী জুনিয়র চিকিৎসদের পাশে দাঁড়িয়েছেন অনেক সাধারণ মানুষ। তাঁদের মধ্যে একজন কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন। তিনি বললেন, “ওরা তো আমার সন্তানের মতো। আমি ওদের দেখে ভাবতেও পারছি না। ওদের মধ্যে অনেকেই অবস্থা আশঙ্কাজনক। ভয় পাচ্ছি। এখনও কি সরকারের ঘুম ভাঙবে না? ” আরেক জন মহিলা বললেন, “ওদের দেখে চোখের জল আটকাতে পারছি না আমরা। সরকারের কী মনে লাগে না? বাচ্চা ছেলেমেয়েগুলো এভাবে পুজোর মধ্যে রাস্তায় পড়ে রয়েছে!”