কলকাতা: অসুস্থ আরও এক জুনিয়র চিকিৎসক। টানা সাতদিন ধরে অনশনের জেরে রবিবার রাতে ধর্মতলার ধরনা মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন ডঃ পুলস্ত্য আচার্য। তড়িঘড়ি তাঁকে নীলরতম সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে চিকিৎসকরা জানান, এখনও সঙ্কটজনক অবস্থায় রয়েছেন পুলস্ত্য। শরীরে কিটোন বডির মাত্রা বেশি, রক্তচাপ কম। তবে বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এই নিয়ে চিকিৎসকদের অনশন মঞ্চ থেকে চারজন জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে পড়লেন।
রবিবার সন্ধ্য়া থেকেই অনশনরত জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্যের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া ওই চিকিৎসকের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। প্রাথমিক চিকিৎসায় সাড়া না দেওয়াতেই তড়িঘড়ি এনআরএস-এ নিয়ে যাওয়া হয়। তাঁকে এইচডিইউ-তে ভর্তি রাখা হয়েছে।
ডঃ পুলস্ত্যের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। রয়েছেন অ্যানাস্থেশিয়া, কার্ডিওলজি, মে়ডিসিন, চেস্ট মেডিসিন ও নেফ্রোলজি বিভাগের চিকিৎসকরা।
প্রাথমিক পরীক্ষার পর জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অনশনের জন্য শরীরে জলের অভাব দেখা দিয়েছে। রয়েছে বমি ভাব। দেহে কিটোন বডির মাত্রা ৩+। এর জেরে কিডনিতে প্রভাব পড়ছে। প্যালপিটেশন আছে। রক্তচাপও কম। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও, সঙ্কট কাটেনি।