অটো খুঁজবেন চিকিৎসকরা! স্বাস্থ্য বিভাগের বার্তায় তুমুল বিতর্ক

সুমন মহাপাত্র |

Dec 18, 2020 | 9:27 PM

চিকিৎসকদের জানানো হয়েছে বিজ্ঞপ্তি জারির ২৪ ঘন্টার মধ্যে অটোর ব্যবস্থা করতে হবে।

অটো খুঁজবেন চিকিৎসকরা! স্বাস্থ্য বিভাগের বার্তায় তুমুল বিতর্ক
ফাইল চিত্র

Follow Us

সৌরভ দত্ত: চিকিৎসকরা কিনা ডাক্তারি ছেড়ে অটো খুঁজবেন! তাও কর মুকুবের প্রচারের স্বার্থে। স্বাস্থ্য বিভাগের সিএমওএইচের (৩) বার্তায় রীতিমতো রাগে ফুঁসছেন পুর চিকিৎসকরা। বৃহস্পতিবার পুর চিকিৎসকদের (Doctors) হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠান স্বাস্থ্য বিভাগের সিএমওএইচ (৩) সুব্রত রায় চৌধুরী। যেখানে বলা হয় পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে কর মুকুব সংক্রান্ত প্রচার করার জন্য অটোর ব্যবস্থা করতে হবে পুর চিকিৎসকদের।

চিকিৎসকদের জানানো হয়েছে বিজ্ঞপ্তি জারির ২৪ ঘন্টার মধ্যে অটোর ব্যবস্থা করতে হবে। সেই অটোয় থাকবে কর মুকুব সংক্রান্ত ঘোষণার প্রচার পত্র, পেনড্রাইভ ও অ্যাসেসমেন্ট বিভাগের একজন কর্মী। এখানেই প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। পুর চিকিৎসকদের বক্তব্য, অ্যাসেসমেন্ট বিভাগের কাজ কেন চিকিৎসকদের করতে হবে। জনস্বাস্থ্য পরিষেবা ছাড়া আর কী কী কাজ ডাক্তারদের দিয়ে করানো হবে! সে প্রশ্নও তুলছেন পুর চিকিৎসকদের একাংশ।

আরও পড়ুন: করোনা ভ্যাকসিন আবশ্যক নয়, বিশদে নিয়ম-নীতি জানাল স্বাস্থ্যমন্ত্রক

স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিএম‌ওএইচ(৩) সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, মেম্বার অ্যাডমিনিস্ট্রেটরের (হেলথ) নির্দেশে এই বার্তা দেওয়া হয়েছে। কলকাতা পুর স্বাস্থ্য বিভাগের এক পদস্থ আধিকারিক অবশ্য এর মধ্যে বিতর্কের কিছু দেখছেন না। তাঁর কথায়, “অটোর ব্যবস্থা করে ডেঙ্গি বা পুর স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রচারের অভিজ্ঞতা স্বাস্থ্য আধিকারিকদের রয়েছে। তাই অটোর ব্যবস্থা কীভাবে করা যায় তা পুর চিকিৎসকদের নখদর্পণে আছে। সে জন্য কাজের সুবিধার্থে স্বাস্থ্য আধিকারিকদের উদ্দেশে অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে বিতর্কের কিছু নেই।” পুর চিকিৎসকেরা অবশ্য তা মানতে নারাজ। চিকিৎসকদের অটোর ব্যবস্থা করার নির্দেশের মধ্যে চিকিৎসক পদের ‘সম্মানহানি’ হয়েছে বলেও অভিমত তাঁদের ।

Next Article