BJP Workshop in Bengal: তৃণমূলের মতো আচরণ নয়, দুর্নীতি থেকে দূরে থাকার দাওয়াই বঙ্গ বিজেপি নেতাদের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 30, 2022 | 7:25 PM

BJP Bengal: কেন্দ্রের ও রাজ্যের নেতারা উপস্থিত রয়েছেন বৈদিক ভিলেজে। সেখানেই চলছে তিনদিনের প্রশিক্ষণ শিবির।

BJP Workshop in Bengal: তৃণমূলের মতো আচরণ নয়, দুর্নীতি থেকে দূরে থাকার দাওয়াই বঙ্গ বিজেপি নেতাদের
কলকাতায় চলছে বিজেপির প্রশিক্ষণ শিবির

Follow Us

কলকাতা : দলের নীতি-শৃঙ্খলা, কোন পথে দল এগোবে, এ সব নিয়েই মূলত আলোচনা চলছে বিজেপির প্রশিক্ষণ শিবিরে। কলকাতার বৈদিক ভিলেজে আয়োজিত তিনদিনের সেই প্রশিক্ষণ শিবিরে স্বাভাবিকভাবেই উঠে এসেছে বঙ্গ বিজেপির রণনীতি নির্ধারণের প্রসঙ্গও। কোন পথে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা সম্ভব, সেটাও ছিল আলোচনার একটা বড় অংশ জুড়ে। সূত্রের খবর, সেই প্রসঙ্গেই বিজেপি নেতার নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূলকে সরাতে তাঁরা যাতে তৃণমূলের মতো আচরণ না করেন। বিশেষত দুর্নীতি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে নেতাদের।

সম্প্রতি রাজ্যে একাধিক দুর্নীতির মামলা সামনে এসেছে। যার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের নেতাদের নাম জড়িয়েছে। বিশেষত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও আর এক তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। এই আবহে কোনও বিজেপি নেতার নাম যাতে দুর্নীতিতে না জড়ায়, সে কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

সম্প্রতি কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে একাধিক বিজেপি নেতার। এক বিজেপি বিধায়কের মেয়ে ও অন্য বিধায়কের পুত্রবধূকে বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সিআইডি সেই মামলার তদন্ত শুরু করেছে, চলছে জিজ্ঞাসাবাদও। এই ধরনের অভিযোগ থেকে যাতে নেতা-নেত্রীরা দূরে থাকেন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে বলেই সূত্রের খবর।

শুধু দুর্নীতি নয়, একইসঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে কেউ যাতে কোনও বিতর্কিত মন্তব্য না করেন, সে ব্যাপারেও বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শীর্ষ নেতৃত্বের দাবি, এই ধরনের মন্তব্যে সংশ্লিষ্ট নেতা বা বিধায়কের এলাকার মানুষের ওপর প্রভাব পড়তে পারে। বিজেপির এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত রয়েছেন রাজ্যের সদ্য দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনশল, সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য-সহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো নেতারাও উপস্থিত রয়েছেন।

তবে তিন কেন্দ্রীয় মন্ত্রী ওই শিবিরে উপস্থিত না থাকায় প্রশ্ন উঠেছে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, মন্ত্রীরা আগেই জানিয়েছিলেন তাঁরা উপস্থিত থাকতে পারবেন না।

Next Article