কলকাতা: শনিবার সকাল থেকে দক্ষিণ কলকাতা জলহীন। বন্ধ থাকছে পৌরসভার জল। শনিবার ১৮ জানুয়ারি পানীয় জল পরিষেবা বন্ধ থাকছে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়। সকাল ৯টার পর থেকে আর পাওয়া যাবে না জল। বন্ধ থাকবে মূলত গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকায়। কিন্তু কেন আচমকা এই সিদ্ধান্ত?
পৌরসভা জানাচ্ছে, গার্ডেনরিচ জল প্রকল্পে বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনে কাজ হবে। পাইপলাইনে ভালভ ও মেরামতির কাজ করা হবে। সে কারণেই এই সাময়িক শাটডাউন। যে কারণেই সবথেকে বেশি প্রভাব পড়তে পারে কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া বাঁশদ্রোনি, গান্ধী ময়দান, সেন পল্লী, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক, কসবার মতো এলাকাগুলিতে।
কলকাতা পুরসভার বরো ৮, ৯ ,১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৬ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকছে। ১২ নম্বর বরোতে আংশিকভাবে বন্ধ থাকছে। এই বরোগুলির মধ্যেই রয়েছে কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলার মতো এলাকাগুলি। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে পরিষেবা বন্ধের কথা জানিয়ে দিয়েছে কলকাতা পুরসভা। তবে ভোগান্তি বেশিক্ষণ স্থায়ী হবে না। পুরসভা সূত্রে খবর, শনিবার সকাল থেকে ফের স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা।