Fire in Kolkata: শহরে আবাসনের ছাদে দাউ দাউ করে জ্বলছে আগুন, সরানো হচ্ছে বাসিন্দাদের

Susovan Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 17, 2025 | 2:17 PM

Fire in Kolkata: দমকলমন্ত্রী আশ্বস্ত করেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তৎপরতার সঙ্গে। সিনিয়র কর্মীদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Fire in Kolkata: শহরে আবাসনের ছাদে দাউ দাউ করে জ্বলছে আগুন, সরানো হচ্ছে বাসিন্দাদের
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শীতের দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি কলকাতা শহরে। আবাসনের ছাদে জ্বলছে আগুন। চারপাশ ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। আবাসনের বাসিন্দাদের তৎপরতার সঙ্গে অন্যত্র সরানোর কাজ চলছে। আশপাশের বিল্ডিং-এর বাসিন্দারাও রীতিমতো আতঙ্কিত।

কলকাতার ৯ নম্বর হাঙ্গারফোর্ড স্ট্রিটে রয়েছে ওই আবাসন। তারই ছাদে আচমকা আগুন লেগে যায় শুক্রবার দুপুরে। যেহেতু ওই আবাসনে বহু পরিবার বসবাস করে, তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত। অনেক বৃদ্ধ-বৃদ্ধা বসবাস করেন ওই আবাসনে। তাঁদের দ্রুত বের করে আনা হয়েছে। রাস্তায় বসে রয়েছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন।

কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের তরফে এখনও কোনও কারণ স্পষ্ট করে জানানো হয়নি। উপস্থিত দমকলের এক আধিকারিক জানান, এটা ছিল একটি ৬ তলা বাড়ি। ওই বাড়ির ৬ তলার ওপর নির্মাণকাজ শুরু হয়েছিল। সেখানেই আগুন লাগে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন আর ছড়ানোর কোনও সম্ভাবনা নেই। তিনি জানিয়েছেন, সিনিয়র আধিকারিকদের পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ফোনে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তিনি।

Next Article