Srabanti Chatterjee : শিকল বাঁধা বেজির ছবি তুলে ভাইরাল শ্রাবন্তী, গ্রেফতার হলেন তাঁর চালক

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 09, 2022 | 11:56 PM

Srabanti Chatterjee : বেজি কাণ্ডে গ্রেফতার শ্রাবন্তীর গাড়ি চালক। নাম ভরত হাতি। চালকের বাড়ি নেপালগঞ্জে।

Srabanti Chatterjee : শিকল বাঁধা বেজির ছবি তুলে ভাইরাল শ্রাবন্তী, গ্রেফতার হলেন তাঁর চালক
শ্রাবন্তীর সেই ভাইরাল ছবি

Follow Us

কলকাতা : বেজি কাণ্ডে গ্রেফতার শ্রাবন্তীর গাড়ি চালক। নাম ভরত হাতি। চালকের বাড়ি নেপালগঞ্জে। নেপালগঞ্জ থেকেই উদ্ধার করা হয় বেজিটিকে। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের আধিকারিকরা এদিন বেজিটিকে উদ্ধার করে। শ্যুটিং স্পটে বেজিকে শিকল পড়িয়ে আনার অভিযোগে ধৃত গাড়ি চালক। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বেজি কাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, তাঁর গাড়ির চালক এবং মেক আপ আর্টিস্ট সহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বেজি কোথা থেকে তার খোঁজ করেন আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের সময় ভরত হাতির বক্তব্যে অসঙ্গতি পান আধিকারিকরা। তারপরই আজ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের আধিকারিকরা সেই চালকের বাড়ি নেপালগঞ্জে যান। সেখান থেকেই উদ্ধার করা হয় বেজিটিকে। গ্রেফতার করা হয় গাড়ি চালককে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায় তাঁর হাতে ছিল একটি বেজি। বেজির গলায় ছিল শিকল বাঁধা। কেন বেজির গলায় শিকল বাধা তা নিয়েই প্রশ্ন ওঠে। বিতর্কের জেরে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের তরফ থেকে নোটিস পাঠানো হয়েছিল অভিনেত্রীকে। গত সোমবার এবং মঙ্গলবার তলব করা হয়েছে তাঁকে। কোথায় রয়েছে ওই বেজি? নিজের বাড়িতে আছে নাকি অন্য কোথাও গিয়ে এই ছবি তোলা হয়েছে? কেন এমন ছবি পোস্ট করলেন অভিনেত্রী? এই সব বিষয়ে শ্রাবন্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলেই সূত্রের খবর।

শ্রাবন্তীর পোস্টটি নজরে আসার পর ফেব্রুয়ারির ১৫ তারিখ তাঁকে সমন করেছিল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। তাঁকে দ্রুত হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। সময় চেয়ে নিয়েছিলেন শ্রাবন্তী। তৃতীয়বার নোটিস পাঠানোর পর হাজিরা দিয়েছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে আধিকারিকরা জানতে পেরেছিলেন দক্ষিণ ২৪ পরগনায় বারুইপুরে একটি শুটিং প্রোমোশনের সময় বন্যপ্রাণী হাতে নিয়ে ওই ছবিটি তুলেছিলেন অভিনেত্রী। আর সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, এইভাবে কোনও প্রাণীকে শিকলে বেঁধে রাখা অপরাধ। আর শ্রাবন্তীর মতো একজন অভিনেত্রী এই কাজ করলে, অনেকেই প্রভাবিত হতে পারেন, এমন আশঙ্কা থেকেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : Swasthya Bhaban : আটমাসের শিশু মৃত্যুতেই ফিরল হুঁশ! ‘রেফার’ রোগ নির্মূলে কড়া দাওয়াই স্বাস্থ্য দফতরের

Next Article