কলকাতা: আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করল রাজ্য পুলিশের এসটিএফ। উদ্ধার হল লক্ষাধিক টাকার নিষিদ্ধ ওষুধ। বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে সূত্রের খবর। কিন্তু হাতেনাতে সেই চক্রকে ধরে ফেলে পুলিশ। একটি গাড়ি দেখে সন্দেহ হওয়ার পরই এসটিএফ (STF)। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই এই তল্লাশি চালানো হয়।
পুলিশের কাছে খবর পৌঁছনোয় তৎপর হয় বেঙ্গল এসটিএফ ও এয়ারপোর্ট থানার পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ আটক করা হয় গাড়ি। পুলিশ সূত্রের খবর, কলকাতার কাশীপুর থেকে যশোর রোডের বিরাটি ক্রসিং-এ এলে গাড়িটিকে আটক করা হয় প্রথমে, পরে ওই গাড়িটিতে তল্লাশি চালায় এসটিএফের আধিকারিকেরা।
বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার হয় গাড়ি থেকে। আবু শাহিন মণ্ডল ও মুস্তাকিন মণ্ডল নামে দু’জনকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়, বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ওই নিষিদ্ধ কাফ সিরাপ বাংলাদেশে পাচার করা হচ্ছিল। কলকাতায় যার বাজারদর ২০০ টাকার মতো, পাচারকারীরা সেই ওষুধ ৭০০ টাকায় বিক্রি করে। বাংলাদেশে ১৫০০ টাকায় বিক্রি করা হত ওই ওষুধ। এই চক্রের পেছনে কোনও বড় মাথা রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে এসটিএফ। মূল অভিযুক্ত এখনও অধরা। মূলত কলকাতা হয়ে উত্তর ২৪ পরগনা থেকে সীমান্তবর্তী বাদুড়িয়া এলাকায় পৌঁছনো হয় ওই কাফ সিরাপ।
মূল অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইতিমধ্যেই। কিন্তু তাঁকে ধরা সম্ভব হয়নি। শহরের রাস্তায় এভাবে মাদক পাচারের ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি করেছে।