কলকাতা: বিকালেই নামলো সন্ধ্যা। কলকাতা (Kolkata) থেকে পার্শ্ববর্তী জেলা, সন্ধ্যা নামের মুখো কালো মেঘের চাদরে ঢাকা পড়ল সর্বত্র। আছড়ে পড়ল কালবৈশাখী (Kalbaiskahi in West Bengal)। বিগত কয়েকদিন ধরেই বিকালের দিকে দেখা যাচ্ছে কালবৈশাখীর দাপট। এদিন দেখা গেল একই ছবি। বিকালেই গাড়ির আলো জ্বালিয়ে গাড়ি চালতে দেখা গেল চুঁচুড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া-সহ গোটা জেলাজুড়ে। অন্যদিকে কালবৈশাখীর জেরে বিমান অবতরণে বড়সড় সমস্যা দেখা দিল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। কালবৈশাখীর কারণে মাঝ আকাশে চক্কর খেতে দেখা গেল বেশ কিছু বিমানকে। এমনকী বেশ কিছু বিমান দেরিতে ছাড়ছে বলেও খবর।
শিলং থেকে কলকাতা, জয়পুর থেকে কলকাতাগামী স্পাইসজেটের বিমান, ইম্ফল থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান, গুয়াহাটি থেকে কলকাতা, বিশাখাপত্তনম থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমান-সহ বেশ কয়েকটি বিমান অন্য বিমানবন্দরে ঘুরিয়ে অবতরণের খবর মিলছে।
এদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই ঝড় ও বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। পাশাপাশি পশ্চিমী জেলাগুলির মধ্যে বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্র খুব এখটা বড়াবে না বলে জানা যাচ্ছে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৮৭ শতাংশের আশেপাশে।