Durga Puja 2021: দমদম পার্কের পুজো নিয়ে নতুন করে জটিলতা, লেকটাউন থানায় জমা পড়ল মাস পিটিশন

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 11, 2021 | 4:49 PM

Dumdum Park Bharat Chakra: দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটির এবারের থিম ‘ধান দেব না, মান দেব না’। সেখানে প্যান্ডেলের একটি অংশ সাজানো হয়েছে জুতো দিয়ে।

Durga Puja 2021: দমদম পার্কের পুজো নিয়ে নতুন করে জটিলতা, লেকটাউন থানায় জমা পড়ল মাস পিটিশন
ভারতচক্রের পুজো বিতর্কের জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ। ছবি টুইটার।

Follow Us

কলকাতা: পুজো শুরুর আগে থেকেই বিতর্কে জড়িয়েছে দমদম পার্কের ভারতচক্রের পুজো (Durga Puja)। যে থিম তাদের প্রতি বছর সেরার সেরা শিরোপা এনে দেয়, এ বার সেই থিম ঘিরেই বার বার তৈরি হচ্ছে বিতর্ক। আইনি জটিলতা থেকে রাজনৈতিক তোপের মুখে ইতিমধ্যেই পড়তে হয়েছে ভারতচক্রের উদ্যোক্তাদের। এবার সেই তালিকায় নবতম সংযোজন স্থানীয়দের একাংশের মাস পিটিশন দায়ের।

মহাষষ্ঠীর দুপুরে লেকটাউন থানায় জমা পড়ল সেই দাবিপত্র। যেখানে বলা হয়েছে যত দ্রুত সম্ভব পুজো মণ্ডপ থেকে জুতো সরিয়ে ফেলতে হবে। সোমবার বেলা ৩টে নাগাদ স্থানীয়দের একাংশ এই লিখিত দাবিপত্র নিয়ে লেকটাউন থানায় হাজির হন। তাঁদের অভিযোগ, এতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাঁদের দাবি, এটা সম্পূর্ণ সংবিধান বিরুদ্ধ। এর জন্য তারা লেকটাউন থানার পুলিশকে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন।

দমদম পার্ক এলাকার যে প্রতিনিধি দল এদিন লেকটাউন থানায় গিয়েছিলেন, তার মধ্যে ছিলেন জয়ন্ত কোলে নামে এক ব্যক্তি। জয়ন্ত কোলে বলেন, “এগুলো অপসংস্কৃতি। এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। এই যে সর্বজনীন পুজো, এটা তো সবার আনন্দের জন্য। এর মধ্যে এই অপসংস্কৃতি ঢুকে গোটা পুজোটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা একদম সাধারণ মানুষ। এরকম দৃশ্য দেখে আমাদের খুব খারাপ লাগছে। মায়ের আগমন হয়েছে। অথচ জুতো রেখে এরা পুজো প্যান্ডেল সাজিয়েছে। এটা একদম বাজে কাজ করেছে। এটার আমরা তীব্র নিন্দা করি। আগামিদিনে এ ধরনের পুজো যাতে বন্ধ হয় তাই আমরা এই পদক্ষেপ করলাম।” জয়ন্ত কোলেই জানান, এদিন তাঁরা মাস পিটিশন দায়ের করেছেন। লেকটাউন থানায় সেই পিটিশনের প্রতিলিপিও জমা দিয়েছেন। আদালতে গিয়েও এ নিয়ে আবেদন করা হবে।

যদিও পুজো উদ্যোক্তারা তাদের বক্তব্যে অনড়। ক্লাবের সম্পাদক প্রতীক চৌধুরীর বক্তব্য, “একটি রাজনৈতিক দলের তরফে যে ভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে তা মোটেই ঠিক নয়। কৃষক আন্দোলন, সন্ন্যাসী আন্দোলন, তেভাগা, কৃষক আন্দোলন তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে।” প্রতীকের দাবি, কৃষক আন্দোলনকে তুলে ধরতেই প্রতীকী হিসাবে এই জুতোর ব্যবহার করা হয়েছে মণ্ডপে। সেটা মূল মণ্ডপ থেকে অনেকটা দূরেও। দুর্গা মূর্তির কাছে এমন কোনও সজ্জা হয়নি। এখানে বিতর্কের কোনও অবকাশই নেই বলে দাবি উদ্যোক্তাদের।

দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটির এবারের থিম ‘ধান দেব না, মান দেব না’। সেখানে প্যান্ডেলের একটি অংশ সাজানো হয়েছে জুতো দিয়ে। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আইনজীবী পৃথ্বীজয় দাস এই পুজো মণ্ডপের থিমের বিরোধিতা করে ইতিমধ্যেই পুজো উদ্যোক্তাদের আইনি নোটিস পাঠিয়েছেন।

বিজেপির তরফে এই থিমকে ‘ হিন্দু-বিরোধী কাজকর্ম’ বলে দাবি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, কাউকে অপমান করা ভারতচক্রের লক্ষ্য নয়। বরং বর্তমানে দেশের যে অবস্থা তা-ই তুলে ধরেছে এই থিমের মাধ্যমে।

আরও পড়ুন: Durga Puja 2021:: সমাজের ‘অবহেলিত’ মানুষদের নিয়ে অন্য পুজোর গল্প তৈরি করল ভাঙড়ের লাঙ্গলবেঁকী সর্বজনীন

Next Article