কলকাতা: চলছিল সাধন পাণ্ডের বঙ্গধ্বনি যাত্রা। আচমকাই দেখা মিলল ‘মমতার’! তবে এই মমতা সেই মমতা নয়। সাধন পাণ্ডের বঙ্গধ্বনি যাত্রায় চোখ রেখেছেন যারা, অনেকেই হতবাক হয়ে গিয়েছেন। হাঁ হয়ে তাকিয়ে থেকেছেন এবং সম্বিৎ ফিরতেই সেলফি তুলেছেন ‘মমতার’ সঙ্গে।
সোমবার কাঁকুরগাছিতে সাধন পাণ্ডের বঙ্গধ্বনি যাত্রায় হাজির হন স্বয়ং ‘দিদি’! কিন্তু এই দিদি কিন্তু তৃণমূল সুপ্রিমো নন। এনাকে বড়জোর মমতার প্রোটোটাইপ বলা যেতে পারে। দেখতে-শুনতে কথায় বার্তায় হাঁটাচলায় হুবহু মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী পরনে নীল-সাদা শাড়ি পায়ে নীল-সাদা হাওয়াই চপ্পল। তাহলে কে এই দিদি?
আরও পড়ুন: নিয়োগ-বিধি বদল করল এসএসসি, প্রথম নিয়োগ হবে সাঁওতালি মাধ্যমে
২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘বাঘিনী’। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের ওপর ভিত্তি করেই এই ছবি। যাঁর মুখ্য ভূমিকায় এই রুমা চক্রবর্তী। তাঁকেই নিজের বঙ্গধ্বনি যাত্রায় এদিন নিয়ে এসেছিলেন রাজ্যের মন্ত্রী। তাহলে এর মাধ্যমে কি বার্তা কোনও বার্তা দিতে চাইছেন? সাধন জানান, যে যাই বলে বলে বলুক। যে দল ছাড়ে ছাড়ুক। যে যতই যাক দূরে। তিনি আছেন দিদির কাছে। স্লোগান দিচ্ছেন দিদির সুরে। মুচকি হেসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানালেন সাধন পাণ্ডে।
আরও পড়ুন: এসেছে ৪৬ লক্ষ সিরিঞ্জ, রাজ্যে টিকাকরণের প্রস্তুতি তুঙ্গে