Durga Puja 2022: মহার্ঘ ভাতা না দিয়ে কেন পুজোর অনুদান? প্রশ্ন তুলে দায়ের তৃতীয় জনস্বার্থ মামলা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 25, 2022 | 12:28 PM

Durga Puja 2022: প্রসঙ্গত, গত বছর পর্যন্ত পুজোতে অনুদান ছিল ৫০ হাজার টাকা করে। এবার তা এক ধাক্কায় ১০ হাজার করে বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Durga Puja 2022: মহার্ঘ ভাতা না দিয়ে কেন পুজোর অনুদান? প্রশ্ন তুলে দায়ের তৃতীয় জনস্বার্থ মামলা
দুর্গাপুজোর অনুদান নিয়ে মামলার শুনানি

Follow Us

কলকাতা: পুজোর অনুদান নিয়ে দায়ের হল তৃতীয় মামলা। ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা ও বিদ্যুৎ বিলের ছাড় দেওয়ার বিরোধিতায় বৃহস্পতিবার তৃতীয় জনস্বার্থ মামলাটি দায়ের মামলা দায়ের হয়েছে। শুক্রবারই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, বুধবারই এই সংক্রান্ত দুটি মামলা দায়ের হয়েছে। মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান? তা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হয়েছে মামলা।

প্রসঙ্গত, গত বছর পর্যন্ত পুজোতে অনুদান ছিল ৫০ হাজার টাকা করে। এবার তা এক ধাক্কায় ১০ হাজার করে বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে আইনজীবীদের সংগঠন হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করার জন্য অনুমতি চেয়েছিলেন। অনুমতি দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এরপর আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সুবীর কুমার ঘোষ নামে এক ব্যক্তি সেই মামলা দায়ের করেন।

মামলাকারীদের একটাই প্রশ্ন, আদালত যেখানে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে বলেছে, তা না দিয়ে কেন পুজোয় অনুদান? আদৌ কি এই অনুদান বৃহত্তর স্বার্থে লাগবে? মামলাকারীদের বক্তব্য, রাজ্যের এমন প্রচুর মানুষ রয়েছেন, যাঁরা এখনও খাবার জল, ওষুধ পান না, স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে পান না, স্কুলে যাওয়ারও অনেকের সঙ্গতি নেই, সেখানে দাঁড়িয়ে এই অনুদান কোন বৃহত্তর স্বার্থে লাগবে?

প্রসঙ্গত, এবার অনুদান আরও বাড়ায়, খরচ হচ্ছে প্রায় ২৪০ কোটিরও বেশি। বিদ্যুতের বিলেও ছাড় দেওয়া হচ্ছে ৬০ শতাংশ। ৪০ হাজারেও বেশি ক্লাব পুজোর অনুদান পেয়ে থাকে। ফলে বিষয়টি যথেষ্টই খরচসাপেক্ষ। শুক্রবারই এই মামলার শুনানি। সেক্ষেত্রে আদালত কী নির্দেশ দেয়, তার দিকেই তাকিয়ে রাজ্য।

Next Article