কলকাতা: পুজোর আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে ‘পুজোয় পালস’-এর ট্যাবলো। জেলায় জেলায় বিভিন্ন শহর ঘুরে এবার ‘পুজোয় পালসের’ সুসজ্জিত ট্যাবলো পৌঁছে গিয়েছে শহর কলকাতায়। ‘পালস ক্য়ান্ডি’ ও টিভি নাইন বাংলার উদ্যোগে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরছে ট্যাবলো। লেকটাউন অধিবাসীবৃন্দের পুজো মণ্ডপে ‘পুজোয় পালসের’ ট্যাবলো পৌঁছতেই ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে তুঙ্গে উন্মাদনা। পুজোর পালসের আনন্দ নিমেষে বাড়িতে তুলছে টিভি নাইন বাংলা ও পালস ক্যান্ডির এই উদ্যোগ।
লেকটাউন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো শহরের অন্যতম নামী একটি পুজো। প্রচুর দর্শনার্থীর ভিড় হচ্ছে সেখানে। এবার সেখানে পুজোর থিমের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের আলপনা। মণ্ডপের প্রতিটি কোনায় শোভা পাচ্ছে আলপনা। ভিড়ও হচ্ছে অনেক। লেকটাউন অধিবাসীবৃন্দের মণ্ডপসজ্জা ও দেবীপ্রতিমা দেখতে আসা দর্শনার্থীদের জন্য় আনন্দ আরও বাড়িয়ে তুলেছে পুজোয় পালসের ট্যাবলো। মণ্ডপে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ও মজাদার সব খেলা। জিততেই পারলেই থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।
‘পালস ক্য়ান্ডি’ ভর্তি একটি বিশাল ব্যাগ দিয়ে সাজানো ট্যাবলো পৌঁছে গিয়েছে লেকটাউন অধিবাসীবৃন্দের মণ্ডপে। দর্শনার্থীদের জন্য থাকছে কুইজ় প্রতিযোগিতার ব্যবস্থা। ‘পালস ক্যান্ডির’ সঠিক ট্যাগ লাইন বলতে পারলেই থাকছে দুর্দান্ত পুরস্কার জেতার সুযোগ। থাকছে আরও সব মজাদার প্রশ্ন ও খেলা। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন পুরস্কার।
‘পুজোয় পালসের’ এই মজাদার আনন্দ-আয়োজনে অংশগ্রহণের জন্য মণ্ডপে আসা দর্শনার্থীদের মধ্যে উন্মাদনাও ছিল যথেষ্ট। এখানে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। ‘পুজোয় পালসের’ মজাদার খেলায় জিততে পারলে, আপনি পেয়ে যেতে পারেন একটি ব্র্যান্ড নিউ চারচাকার গাড়ি। থাকছে বাইক-স্কুটি জেতার সুযোগও।
কলকাতা: পুজোর আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে ‘পুজোয় পালস’-এর ট্যাবলো। জেলায় জেলায় বিভিন্ন শহর ঘুরে এবার ‘পুজোয় পালসের’ সুসজ্জিত ট্যাবলো পৌঁছে গিয়েছে শহর কলকাতায়। ‘পালস ক্য়ান্ডি’ ও টিভি নাইন বাংলার উদ্যোগে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরছে ট্যাবলো। লেকটাউন অধিবাসীবৃন্দের পুজো মণ্ডপে ‘পুজোয় পালসের’ ট্যাবলো পৌঁছতেই ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে তুঙ্গে উন্মাদনা। পুজোর পালসের আনন্দ নিমেষে বাড়িতে তুলছে টিভি নাইন বাংলা ও পালস ক্যান্ডির এই উদ্যোগ।
লেকটাউন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো শহরের অন্যতম নামী একটি পুজো। প্রচুর দর্শনার্থীর ভিড় হচ্ছে সেখানে। এবার সেখানে পুজোর থিমের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের আলপনা। মণ্ডপের প্রতিটি কোনায় শোভা পাচ্ছে আলপনা। ভিড়ও হচ্ছে অনেক। লেকটাউন অধিবাসীবৃন্দের মণ্ডপসজ্জা ও দেবীপ্রতিমা দেখতে আসা দর্শনার্থীদের জন্য় আনন্দ আরও বাড়িয়ে তুলেছে পুজোয় পালসের ট্যাবলো। মণ্ডপে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ও মজাদার সব খেলা। জিততেই পারলেই থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।
‘পালস ক্য়ান্ডি’ ভর্তি একটি বিশাল ব্যাগ দিয়ে সাজানো ট্যাবলো পৌঁছে গিয়েছে লেকটাউন অধিবাসীবৃন্দের মণ্ডপে। দর্শনার্থীদের জন্য থাকছে কুইজ় প্রতিযোগিতার ব্যবস্থা। ‘পালস ক্যান্ডির’ সঠিক ট্যাগ লাইন বলতে পারলেই থাকছে দুর্দান্ত পুরস্কার জেতার সুযোগ। থাকছে আরও সব মজাদার প্রশ্ন ও খেলা। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন পুরস্কার।
‘পুজোয় পালসের’ এই মজাদার আনন্দ-আয়োজনে অংশগ্রহণের জন্য মণ্ডপে আসা দর্শনার্থীদের মধ্যে উন্মাদনাও ছিল যথেষ্ট। এখানে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। ‘পুজোয় পালসের’ মজাদার খেলায় জিততে পারলে, আপনি পেয়ে যেতে পারেন একটি ব্র্যান্ড নিউ চারচাকার গাড়ি। থাকছে বাইক-স্কুটি জেতার সুযোগও।