Durga Puja With Pulse: বেহালা নতুন দলের ফুচকা-প্যান্ডেলে ‘পুজোয় পালস’, সঙ্গে অনেক মজাদার খেলা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 22, 2023 | 8:23 AM

Durga Puja With Pulse: 'পুজোয় পালস' এবার শহর তিলোত্তমায়, পৌঁছে গিয়েছে বেহালা নতুন দল পুজো মণ্ডপে। মণ্ডপে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নিয়ে হাজির 'পুজোয় পালস'।

Follow Us

কলকাতা: পুজোর মুডে শহর তিলোত্তমা। কলকাতার আকাশে-বাতাসে এখন শুধুই পুজোর উন্মাদনা। প্যান্ডেল হপিংয়ের ধুম। পুজোর এই উন্মাদনাকে এবার আরও বাড়িয়ে তুলছে ‘পালস ক্যান্ডি ও টিভি নাইন বাংলা। জেলায় জেলায় ঘুরে বেরিয়েছে ‘পুজোয় পালসের’ ট্যাবলো। রাজ্যের ২২টি শহরে ঘুরছে সুসজ্জিত ট্যাবলো। ‘পুজোয় পালস’ এবার শহর তিলোত্তমায়, পৌঁছে গিয়েছে বেহালা নতুন দল পুজো মণ্ডপে। মণ্ডপে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নিয়ে হাজির ‘পুজোয় পালস’।

এ বছর বেহালা নতুন দলের পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে ফুচকা দিয়ে। অভিনব সেই মণ্ডপসজ্জা দেখতে ইতিমধ্যেই প্রচুর ভিড় হয়েছে বেহালা নতুন দলে। দর্শনার্থীদের ঠাকুর দেখার উন্মাদনাকে আরও বাড়িয়ে দিচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। সুন্দরভাবে সাজানো ট্যাবলোয় রয়েছে ‘পালস ক্যান্ডি’র বিশাল বড় একটি ব্যাগ। মণ্ডপে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের জন্য পুজোয় পালসের ট্য়াবলোয় রয়েছে দারুণ সব মজাদার খেলা। মজাদার সেই সব খেলায় জিততে পারলেই থাকছে আকর্ষনীয় পুরস্কার।

রয়েছে কুইজ় প্রতিযোগিতার ব্যবস্থাও। সঠিক উত্তর দিতে পারলেই থাকছে পুরস্কার। বেহালা নতুন দলের ফুচকা-প্যান্ডেলে ঠাকুর দেখতে এসে ‘পুজোর পালস’ ট্যাবলো দেখে বেজায় খুশি দর্শনার্থীরা। ‘পালস ক্যান্ডি’ ও টিভি নাইন বাংলার এই উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছেন তাঁরা। পুজোয় পালসের ট্য়াবলোয় মজাদার সব খেলায় অংশ নিতে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।

টিভি নাইন বাংলা ও ‘পালস ক্যান্ডির’ উদ্যোগে এই ‘পুজোয় পালস’ ট্যাবলোয় শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরছে। মজাদার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। জিতে যেতে পারেন একটি ব্র্যান্ড নিউ চার চাকার গাড়ি। থাকছে বাইক কিংবা স্কুটি জেতার সুযোগও।

কলকাতা: পুজোর মুডে শহর তিলোত্তমা। কলকাতার আকাশে-বাতাসে এখন শুধুই পুজোর উন্মাদনা। প্যান্ডেল হপিংয়ের ধুম। পুজোর এই উন্মাদনাকে এবার আরও বাড়িয়ে তুলছে ‘পালস ক্যান্ডি ও টিভি নাইন বাংলা। জেলায় জেলায় ঘুরে বেরিয়েছে ‘পুজোয় পালসের’ ট্যাবলো। রাজ্যের ২২টি শহরে ঘুরছে সুসজ্জিত ট্যাবলো। ‘পুজোয় পালস’ এবার শহর তিলোত্তমায়, পৌঁছে গিয়েছে বেহালা নতুন দল পুজো মণ্ডপে। মণ্ডপে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নিয়ে হাজির ‘পুজোয় পালস’।

এ বছর বেহালা নতুন দলের পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে ফুচকা দিয়ে। অভিনব সেই মণ্ডপসজ্জা দেখতে ইতিমধ্যেই প্রচুর ভিড় হয়েছে বেহালা নতুন দলে। দর্শনার্থীদের ঠাকুর দেখার উন্মাদনাকে আরও বাড়িয়ে দিচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। সুন্দরভাবে সাজানো ট্যাবলোয় রয়েছে ‘পালস ক্যান্ডি’র বিশাল বড় একটি ব্যাগ। মণ্ডপে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের জন্য পুজোয় পালসের ট্য়াবলোয় রয়েছে দারুণ সব মজাদার খেলা। মজাদার সেই সব খেলায় জিততে পারলেই থাকছে আকর্ষনীয় পুরস্কার।

রয়েছে কুইজ় প্রতিযোগিতার ব্যবস্থাও। সঠিক উত্তর দিতে পারলেই থাকছে পুরস্কার। বেহালা নতুন দলের ফুচকা-প্যান্ডেলে ঠাকুর দেখতে এসে ‘পুজোর পালস’ ট্যাবলো দেখে বেজায় খুশি দর্শনার্থীরা। ‘পালস ক্যান্ডি’ ও টিভি নাইন বাংলার এই উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছেন তাঁরা। পুজোয় পালসের ট্য়াবলোয় মজাদার সব খেলায় অংশ নিতে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।

টিভি নাইন বাংলা ও ‘পালস ক্যান্ডির’ উদ্যোগে এই ‘পুজোয় পালস’ ট্যাবলোয় শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরছে। মজাদার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। জিতে যেতে পারেন একটি ব্র্যান্ড নিউ চার চাকার গাড়ি। থাকছে বাইক কিংবা স্কুটি জেতার সুযোগও।

Next Article