ই-পাস তুলে দিচ্ছে মেট্রো

ঋদ্ধীশ দত্ত |

Jan 12, 2021 | 11:38 PM

এর আগে যদিও ধাপে ধাপে ই-পাসের নিয়ম অনেকটাই শিথিল করে দেওয়া হয়েছিল। তবে অফিস টাইমে যাতে ঠাসাঠাসি ভিড় না হয় তার জন্য ওই সময়টুকু ই-পাস প্রয়োজন পড়ত। এবার সেটাও তুলে দেওয়া হচ্ছে।

ই-পাস তুলে দিচ্ছে মেট্রো
কলকাতা: হাতে আর এক মাস সময়ও বাকি নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলে এসেছে দুয়ারে। আগামী মাসে এই সময় পুজো থাকবে মধ্যগগণে। সেই কথা মাথায় রেখে এ বার এক ধাক্কায় মেট্রো পরিষেবা (Kolkata Metro) আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

Follow Us

কলকাতা: আস্তে আস্তে উঠেই গেল মেট্রোর (Kolkata Metro) ই-পাস। আগামী ১৮ জানুয়ারি, অর্থাৎ সোমবার থেকে কলকাতা মেট্রোয় চড়তে আর ই-পাস (E Pass) প্রয়োজন পড়বে না। ই-পাস ছাড়াই যাত্রীরা যে কোনও সময় মেট্রোতে সফর করতে পারবেন। এর আগে যদিও ধাপে ধাপে ই-পাসের নিয়ম অনেকটাই শিথিল করে দেওয়া হয়েছিল। তবে অফিস টাইমে যাতে ঠাসাঠাসি ভিড় না হয় তার জন্য ওই সময়টুকু ই-পাস প্রয়োজন পড়ত। এবার সেটাও তুলে দেওয়া হচ্ছে।

লকডাউনের পর মেট্রো চালু হলে এই ই-পাসের ব্যবস্থা করেছিল মেট্রো কর্তৃপক্ষ। এর মাধ্যমে প্রত্যেক ঘণ্টার স্লট বুক করতে হত। স্লট বুক করলে ইলেকট্রনিক কিউআর জেনারেট হত। তবে তা স্ক্যান করার কোনও প্রযুক্তি ছিল না। চোখের দেখা দেখে যাত্রীদের মেট্রোয় ওঠার অনুমতি দিতেন রক্ষীরা। এরপর ধাপে ধাপে সেই ব্যবস্থা শিথিল করা হয়। এবার তুলে দেওয়া হচ্ছে।

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, লকডাউনের পর মেট্রো পরিষেবা শুরু করার সময় রাজ্য সরকারের উদ্যোগে ই-পাসের ব্যবহার শুরু করা হয়েছিল। যে সংস্থাকে ই-পাসের বরাত দেওয়া হয়েছিল তাদের সঙ্গে চুক্তির নির্ধারিত সময় ছিল ১৫ জানুয়ারি পর্যন্ত। মেট্রো সূত্রে খবর, এই সময়সীমা আর বর্ধিত করা হচ্ছে না।

আরও পড়ুন: এবার স্বামীজীর মাথার উপর দীনদয়াল-শ্যামাপ্রসাদ! বিজেপি বলছে, ‘এতে কোনও অন্যায় নেই’

১৬ জানুয়ারি শনিবার এবং ১৭ জানুয়ারি রবিবার হওয়ায় ওই দু’দিন কোনও ই-পাস লাগে না। আগামী সোমবার অর্থাৎ ১৮ জানুয়ারি থেকে আর ই-পাস ব্যবহার করার দরকার হবে না যাত্রীদের। তবে এখনই চালু হচ্ছে না টোকেন। আপাতত যাদের স্মার্ট কার্ড আছে, তারাই মেট্রোতে যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন: লোকসভার থেকেও বেশি বাহিনী বিধানসভা ভোটে, স্বরাষ্ট্র দফতরের সঙ্গে বৈঠক কমিশনের

Next Article