বাড়ির সামনেই বিজেপি কর্মীকে ফেলে লাঠিপেটা, ফের উত্তপ্ত ট্যাংরা

Jan 13, 2021 | 8:36 AM

গত সপ্তাহে এই একই এলাকায় তৃণমূলের হাতে বিজেপির এক নেতা আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ করেছিল বিজেপি।

বাড়ির সামনেই বিজেপি কর্মীকে ফেলে লাঠিপেটা, ফের উত্তপ্ত ট্যাংরা
রাজনৈতিক উত্তেজনা মথুরবাবু লেনে।

Follow Us

কলকাতা: সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ঘিরে উত্তপ্ত ট্যাংরা। অভিযোগ, মঙ্গলবার রাতে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে গিয়ে তাঁকে মারধর করা হয়। পরিবারের লোকজন বাঁচাতে এলে তাঁদের উপরও হামলা হয়। এই ঘটনায় বুধবার সকালেও চাপানউতর রয়েছে মথুরবাবু লেনে। অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্রের খবর, ৫৭ নম্বর ওয়ার্ডে এদিন সন্ধ্যায় কম্বল বিতরণ কর্মসূচি ছিল। তা সেরে রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরছিলেন দলের বুথ সভাপতি বাপি দে। অভিযোগ, আচমকাই বাড়ির সামনে বেশ কিছু তৃণমূল কর্মী চড়াও হয়ে লাঠি নিয়ে তাঁর উপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে এসে স্ত্রী, শাশুড়ি এবং নাবালক পুত্র-কন্যাকেও বেধড়ক মারের মুখে পড়তে হয় বলেও অভিযোগ। গুরুতর আঘাতে সংজ্ঞা হারান বাপি। তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন।

আরও পড়ুন: ‘ছোট্ট স্বামীজী’কে গেরুয়া মাস্ক পরালেন বিদ্যুৎমন্ত্রী

গত সপ্তাহে এই ট্যাংরা থানা এলাকায় এক বিজেপি নেতাকে মারধরের ঘটনা ঘটে। সেখানেও অভিযোগের আঙুল ছিল তৃণমূলের দিকে। এরপর ফের মঙ্গলবার রাতে বিজেপি পরিবারের ওপর হামলার অভিযোগ। পর পর এই ঘটনায় পুলিসের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি কর্মীরা।

Next Article