‘ছোট্ট স্বামীজী’কে গেরুয়া মাস্ক পরালেন বিদ্যুৎমন্ত্রী

মাস্কের সঙ্গে ছিল ছেলে এবং মেয়েদের প্রতীকী ফুটবল ম্যাচও। 'গীতা পাঠ থেকে ফুটবল খেলা ভাল'। স্বামীজীর এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই এই খেলার আয়োজন বলে জানালেন উদ্যোক্তা।

'ছোট্ট স্বামীজী'কে গেরুয়া মাস্ক পরালেন বিদ্যুৎমন্ত্রী
'ছোট্ট স্বামীজী'কে গেরুয়া মাস্ক পরালেন বিদ্যুৎমন্ত্রী
Follow Us:
| Updated on: Jan 12, 2021 | 8:36 PM

প্রীতম দে: করোনা এখনও যায়নি। কিন্তু মাস্ক ছাড়াই মঞ্চে উঠে গিয়েছিলেন ছোট্ট ‘স্বামী বিবেকানন্দ’ (Swami Vivekananda)। মঞ্চের ওপরে এই জলজ্যান্ত স্বামীজীকে মালা পরিয়ে শ্রদ্ধা জানালেন খোদ বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। কিছুক্ষণ পরে অবশ্য দেখা গেল ছোট্ট ‘বিলে’র মুখে উঠে এসেছে মাস্ক। গেরুয়া বসনের সন্ন্যাসী বেশের সঙ্গে কি গেরুয়া মাস্ক ছাড়া মানায়? তাই নেটিজেনদের ভ্রূকুটি উপেক্ষা করেই দক্ষিণ কলকাতার সাদার্ন এভিনিউয়ের বিবেক উৎসবে ব্যবস্থা করা হয়েছিল গেরুয়া কাপড়ের থ্রি লেয়ার মাস্কের।

মিছিলে হাঁটার সময় ‘বিবেকানন্দের’ মুখে ছিল মাস্ক। রংটা দেখে অনেকেই আড়চোখে তাকিয়েছেন। কারণ সেটা যে গেরুয়া। তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী স্বয়ং। “স্বামীজী সশরীরে থাকলেও নিশ্চয়ই গেরুয়া মাস্ক পরতেন। যেমন বেলুড় মঠের সাধু-সন্ন্যাসীরা পরছেন। আর স্বামীজীর প্রতিরূপ এই ছোট্ট ছেলেটির কথাও তো ভাবতে হবে। সে কারণেই এই ব্যবস্থা।” হেসে বললেন শোভনদেব চট্টোপাধ্যায়।

অনুষ্ঠানের উদ্যোগতা তথা ৮ নম্বর বোরোর চেয়ারম্যান দেবাশিস বসুর সাফ কথা। “গেরুয়া রঙ নিয়ে অযথা বিতর্ক কাম্য নয়। মঠের সন্ন্যাসীদের দেখবেন তাঁরা কী রঙের পোশাক-মাস্ক ব্যবহার করেন। এমনকী ব্যাগও নেন ওই রঙের। গেরুয়া ত্যাগের রং। স্বামীজির রং।”

আরও পড়ুন: লোকসভার থেকেও বেশি বাহিনী বিধানসভা ভোটে, স্বরাষ্ট্র দফতরের সঙ্গে বৈঠক কমিশনের

স্বামীজীর জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতিরূপ মুখে গেরুয়া মাস্কের সঙ্গে ছিল ছেলে এবং মেয়েদের প্রতীকী ফুটবল ম্যাচও। ‘গীতা পাঠ থেকে ফুটবল খেলা ভাল’। স্বামীজীর এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই এই খেলার আয়োজন বলে জানালেন উদ্যোক্তা। অন্যদিকে মন্ত্রী শোভনদেবের বক্তব্য, “স্বামীজী নিজে জাতি-বর্ণ ভেদ দেখতেন না। যারা তাঁর মুখের ওপর নিজেদের বক্তব্য বসিয়ে প্রচার করার চেষ্টা করছে সেটা ঠিক না।”

এদিনের অনুষ্ঠানে ১২ বছরের সোহন দে স্বামীজী সেজেছিল। সে জানিয়েছে, গেরুয়া পাগড়ি থেকে মাস্ক, সবই তার দারুণ লেগেছে। সযত্নে তুলে রাখবেন মা।

আরও পড়ুন: একুশের ‘হোমওয়ার্ক’ কদ্দুর, পরখ করতে শহরে কড়া ‘হেড স্যর’ সুদীপ জৈন