Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বছরের শুরুতেই সুখবর! ৪৪০০০০০০ টাকার বাড়ি কিনলেন বরুণ ধওয়ান

মাত্র কয়েক বছরেই বলিউডে নিজের জমি শক্ত করেছেন বরুণ ধওয়ান। সম্প্রতি নতুন বছরের শুরুতেই একটি দারুণ সুখবর দিয়েছেন নায়ক। মুম্বইয়ের অভিজাত জুহু এলাকায় তিনি ৪৪.৫২ কোটি টাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন।

বছরের শুরুতেই সুখবর! ৪৪০০০০০০ টাকার বাড়ি কিনলেন বরুণ ধওয়ান
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2025 | 5:52 PM

মাত্র কয়েক বছরেই বলিউডে নিজের জমি শক্ত করেছেন বরুণ ধওয়ান। সম্প্রতি নতুন বছরের শুরুতেই একটি দারুণ সুখবর দিয়েছেন নায়ক। মুম্বইয়ের অভিজাত জুহু এলাকায় তিনি ৪৪.৫২ কোটি টাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। এই অ্যাপার্টমেন্টটি মুম্বইয়ের ‘টোয়েন্টি’ কমপ্লেক্সে কিনেছেন। বরুণ ধওয়ানের এই নতুন বাড়িটি টোয়েন্টির সপ্তম তলায় অবস্থিত এবং এর মোট আয়তন ৫,১১২ বর্গফুট। এই অ্যাপার্টমেন্টে রয়েছে চারটি গাড়ি পার্কিং করার সুবিধা এবং আধুনিক সব সুযোগ-সুবিধা। এই বিলাসবহুল আপার্টমেন্টে রয়েছে সব ধরনের বিলাসিতা।

মুম্বইয়ের জুহু এবং বান্দ্রা এলাকাটি বলিউডের তারকাদের বসবাসের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন বিখ্যাত অভিনেতা, ক্রীড়া তারকা এবং ব্যবসায়ীরা বসবাস করেন। অমিতাভ বচ্চনের বাড়ি “প্রতীক্ষা” এবং “জলসা”ও এই অঞ্চলেই অবস্থিত। এই এলাকায় থাকেন সঞ্জয় লীলা বনশালি, অক্ষয় কুমার, ধর্মেন্দ্র, অজয় দেবগন, গোবিন্দা সহ অনেক অভিনেতারা।

গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল বরুণ অভিনীত ছবি ‘বেবি জন’। সিনেমাটিতে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। তার সঙ্গে আরও অভিনয় করেছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফসহ অন্যান্য তারকারা। চলতি বছরে বরুণ ধাওয়ান নতুন একটি সিনেমায় অভিনয় করবেন, যার নাম “সানি সংস্কৃতি কি তুলসী কুমারী”। এতে তার সঙ্গে জাহ্নবী কাপুরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।