Sealdah-Howrah Rail: শিয়ালদহ-হাওড়া স্টেশন একেবারে নতুন উদ্যোগ রেলের, কী কী সুবিধা পাবেন যাত্রীরা

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 22, 2024 | 3:29 PM

Sealdah-Howrah Rail: রেল সূত্রে জানা গিয়েছে, ব্রেইল নেভিগেশন মানচিত্র শিয়ালদহ, কলকাতা এবং হাওড়া স্টেশনের প্রবেশপথে স্থাপন করা হয়েছে, যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৪ ফুট X ২ ফুট।

Sealdah-Howrah Rail: শিয়ালদহ-হাওড়া স্টেশন একেবারে নতুন উদ্যোগ রেলের, কী কী সুবিধা পাবেন যাত্রীরা
ফাইল ছবি
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: শিয়ালদহ ও হাওড়া- এই দুই স্টেশনে প্রচুর মানুষের যাতায়াত। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন থেকে ট্রেনে চাপেন। এই দুই স্টেশনেই এবার যাত্রী-স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করছে পূর্ব রেল।

যে সব দিব্যাঙ্গ যাত্রীরা চোখে ভাল দেখতে পান না, তাঁদের জন্য অন্ধকার দুনিয়াকে কিছুটা হলেও ‘দৃশ্যমান’ করে তোলার লক্ষ্যে পূর্ব রেল ব্রেইল নেভিগেশনের ব্যবহার চালু করেছে। এটি চালু হলে কারও সাহায্য না পেলেও চলবে। যাঁদের দৃষ্টিশক্তি কম, তাঁরা ব্রেইল নেভিগেশনের সাহায্যে নিজেরাই টিকিট কাউন্টার ও স্টেশনে কী কী ব্যবস্থা আছে তা বুঝে নিতে পারবে। কলকাতা ও শিয়ালদহ স্টেশনে চালু করা হচ্ছে এই ব্যবস্থা।

পূর্ব রেল তাদের পরিষেবাগুলিকে আরও সহজসাধ্য করার ক্রমাগত চেষ্টা করে চলেছে। আর এটা হবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ।

রেল সূত্রে জানা গিয়েছে, ব্রেইল নেভিগেশন মানচিত্র শিয়ালদহ, কলকাতা এবং হাওড়া স্টেশনের প্রবেশপথে স্থাপন করা হয়েছে, যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৪ ফুট X ২ ফুট। এই মানচিত্রগুলিতে থাকবে টিকিট কাউন্টার, কনকোর্স এলাকা, জলের ট্যাপ, টয়লেট, ওয়েটিং রুম, প্ল্যাটফর্মের দিক নির্দেশ। দেওয়া থাকবে প্রবেশ ও প্রস্থান পথ, এসকেলেটর, লিফটের অবস্থা। বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা এবং সুযোগ-সুবিধা ব্যবহার করার জন্য নির্দেশিকাও দেওয়া থাকবে সেখানে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই প্রসঙ্গে বলেন, রেল স্টেশনগুলিতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা যাতে সবার কাছে সহজলভ্য হয়, তা নিশ্চিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাই এই ব্রেইল নেভিগেশন মানচিত্র স্থাপন করা হচ্ছে।

Next Article