কলকাতা: সংক্রমণের শিখর ছুঁয়ে দেশে এখন অনেকটাই কমে এসেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব। ফলে ক্রমশ শিথিল হচ্ছে বিধিনিষেধ। পুনরায় গতি পাচ্ছে গণপরিবহন ব্যবস্থা। সেই সঙ্গে যাত্রীদের চাহিদাও বাড়ছে। সেই কথা মাথায় রেখেই এ বার নতুন করে দূরপাল্লার ট্রেনের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। দক্ষিণ-পূর্ব রেলেও একাধিক ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
যেহেতু বেশ কিছু রাজ্যে ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়া হচ্ছে, এবং বিধিনিষেধও আলগা করা হচ্ছে, সেই কারণে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই আবার দূরপাল্লার ট্রেনগুলি চালু করা হয়েছে। দিনকয়েক আগেই কেন্দ্রের রেল বোর্ডের তরফে সমস্ত জ়োনকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। কারণ সংক্রমণ কমলেই আবার দূরপাল্লার ট্রেনের ব্যবহার বাড়বে। সূত্রের খবর, শনিবার হাওড়া ও শিয়ালদহ থেকে একাধিক দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু হয়ে যাচ্ছে। ট্রেনগুলি আগের টাইমটেবিল অনুযায়ী চলবে বলেই জানানো হয়েছে।
একনজরে দেখে নিন কোন কোন ট্রেনের পরিষেবা আবার চালু হচ্ছে…
শিয়ালদহ-নয়া দিল্লি এসি স্পেশাল (আপ এবং ডাউন)
হাওড়া-বিকানের স্পেশাল (আপ এবং ডাউন)
হাওড়া-দেরাদুন স্পেশাল (আপ এবং ডাউন)
হাওড়া-ঋষিকেশ স্পেশাল (আপ এবং ডাউন)
হাওড়া-ভোপাল স্পেশাল (আপ এবং ডাউন)
হাওড়া-গুয়াহাটি স্পেশাল (আপ এবং ডাউন)
হাওড়া-আগরতলা স্পেশাল (আপ এবং ডাউন)
শিয়ালদহ-আলিপুরদুয়ার স্পেশাল (আপ এবং ডাউন)
হাওড়া-রক্সৌল স্পেশাল (আপ এবং ডাউন)
শিয়ালদহ-বালিয়া স্পেশাল (আপ এবং ডাউন)
শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর স্পেশাল (আপ এবং ডাউন)
হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপেস (আপ এবং ডাউন)
আরও পড়ুন: সবুজ জার্সিতে ফের ‘খেলা’ শুরু মুকুলের, রাতেই এক ঝাঁক বিজেপি সাংসদ-বিধায়কদের ফোন