Jyotipriya Mallick: বালুর সঙ্গে বাকিবুরের যোগসূত্র কোথায়? কেঁচো খুঁড়তে কেউটে বের করল ED

ED Arrests Jyotipriya Mallick: ইডি সূত্রে দাবি করা হচ্ছে, এই তিন সংস্থার ডিরেক্টর ও শেয়ার হোল্ডার ছিলেন জ্যোতিপ্রিয়র পরিবারের সদস্যরা। মন্ত্রীর স্ত্রী ও মেয়ে এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি ইডির। আর এই সংস্থাগুলিতে টাকা ঢেলেছিল বাকিবুর।

Jyotipriya Mallick: বালুর সঙ্গে বাকিবুরের যোগসূত্র কোথায়? কেঁচো খুঁড়তে কেউটে বের করল ED
জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 6:43 PM

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিছুদিন আগেই এই মামলায় গ্রেফতার করা হয়েছিল বাকিবুর রহমানকে। বাকিবুরের গ্রেফতারির পর জ্যোতিপ্রিয় দাবি করেছিলেন, তিনি বাকিবুরকে চেনেনই না। কোনওদিন নাকি দেখেননি বাকিবুরকে। এদিকে ইডির তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে উঠে এসেছে তিনটি সংস্থার নাম। শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেশিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেশিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। ইডি সূত্রে দাবি করা হচ্ছে, এই তিন সংস্থার ডিরেক্টর ও শেয়ার হোল্ডার ছিলেন জ্যোতিপ্রিয়র পরিবারের সদস্যরা। মন্ত্রীর স্ত্রী ও মেয়ে এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি ইডির। আর এই সংস্থাগুলিতে টাকা ঢেলেছিল বাকিবুর। ইডির সন্দেহ, রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রির টাকাই এই সংস্থাগুলিতে বিনিয়োগ করা হয়েছিল।

ইডি সূত্রে দাবি, এই তিনটি সংস্থায় মোট ১২ কোটি ৬ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই সংস্থাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং তিনটি সংস্থার যাবতীয় সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়েছিল। তিনটি সংস্থা বিক্রি করে মোট ২০ কোটি ২৪ লাখ টাকা বাকিবুরের শ্যালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল বলে ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহ এই ২০ কোটি টাকা হল আসলে ‘প্রসিডস অব ক্রাইম’।

যদিও ইডি সূত্র মারফত আরও জানাযাচ্ছে, গতকাল তল্লাশি অভিযানের সময় জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়েকে এই সংস্থাগুলির বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে তাঁরা এই তিন সংস্থার সঙ্গে নিজেদের কোনওরকম যোগের কথা অস্বীকার করেছেন। তবে তল্লাশিতে এই তিন সংস্থার স্ট্যাম্প উদ্ধার হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।