কলকাতা: মাস খানেক আগে ইডি-র অফিসে গিয়ে ৫ হাজার পাতার নথি জমা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নাম জড়িয়ে যাওয়ার পর একদিকে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা, অন্যদিকে জমা দিতে বলা হয়েছিল নথিও। কিন্তু সেই নথিতে কী পাওয়া গেল? সম্পত্তির হিসেব-নিকেশ কি খতিয়ে দেখেছে ইডি? হাইকোর্টে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। এবার সেই বিষয় সহ সার্বিক তদন্তের রিপোর্ট মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিল ইডি। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জমা পড়েছে সেই রিপোর্ট।
জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট এদিন পেশ করেছে ইডি। বিচারপতি সিনহা জানিয়েছেন, রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।
আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন সিবিআই-ও এই মামলায় রিপোর্ট পেশ করবে।
গত ১২ ডিসেম্বর শুনানিতে অভিষেকের নথি সংক্রান্ত প্রশ্ন করেছিলেন বিচারপতি। এত নথিতে কী আছে, সম্পত্তি পরিমাণ কত? আয়ের উৎস কী? এই সব খতিয়ে দেখার কথা বলেছিলেন তিনি। বিচারপতির প্রশ্ন ছিল, ২০১৪ সাল থেকে সম্পত্তি এত বাড়ল কীভাবে? ৫ হাজার পাতার নথি পুরোটা খতিয়ে দেখা সম্ভব হয়নি বলে উল্লেখ করেছিল কেন্দ্রীয় সংস্থা। সময় চাওয়া হয়েছিল।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সময় বেঁধে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে তৈরি করা হয়েছে বিশেষ বেঞ্চ। সেখানে চলছে তদন্ত।