মুকুল-বিদেশের মিলের ‘ব্যালান্সশিট’ দেখে চোখ কপালে ED অফিসারদের, কোথা থেকে অ্যাকাউন্টে ঢুকল ৯০ লক্ষ টাকা
Ration Scam: আনিসুর ও আলিফ নূর তথা বিদেশ ও মুকুলের নামে থাকা হাইটেক রাইস মিলের ব্যাঙ্কের নথিতে ওই লেনদেনের হিসেব দেখা গিয়েছে। আধিকারিকরা মনে করছেন, ঘুরপথে কালো টাকা সাদা করা হচ্ছিল। সেই কারণেই কি এই লেনদেন!
কলকাতা: যে রেশন থেকে অন্ন জোটে গরিব মানুষের, সেই রেশনেই কোটি কোটি টাকার দুর্নীতি। কোথাও মিলছে নগদ টাকা, কোথাও গিয়ে অফিসাররা হাতে পাচ্ছেন কয়েক কোটি টাকার লেনদেনের হিসেব। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর এই মামলায় গ্রেফতার হন এক রাইসমিলের মালিক বাকিবুর রহমান। তাঁর সম্পত্তির বহর দেখে তদন্তকারীরাও অবাক হয়ে গিয়েছিলেন। এবার আনিসুর রহমান ও আলিফ নূর গ্রেফতার হওয়ার পর আরও একাধিক তথ্য উঠে আসছে এই মামলায়।
ইডি সূত্রে খবর, বাকিবুর রহমানের কাছ থেকেও টাকা ঢুকেছিল বিদেশ-মুকুলের রাইস মিলে। রাইস মিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে গিয়ে ইডি আধিকারিকরা দেখেন ৯০ লক্ষ টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্টে।
আনিসুর ও আলিফ নূর তথা বিদেশ ও মুকুলের নামে থাকা হাইটেক রাইস মিলের ব্যাঙ্কের নথিতে ওই লেনদেনের হিসেব দেখা গিয়েছে। আধিকারিকরা মনে করছেন, ঘুরপথে কালো টাকা সাদা করা হচ্ছিল। সেই কারণেই কি এই লেনদেন!
তবে একটা নয়, একাধিক রাইস মিল আছে দুই ভাইয়ের। কী কারণে এই টাকা ঢুকেছিল, তা জানতে জেরা করা হবে দুই ভাইকে। ঋণ হিসেবে নেওয়া হয়েছিল, নাকি বাকিবুর দুর্নীতির কালো টাকা সাদা করার চেষ্টা করেছিল তা জানার চেষ্টা করছে ইডি। ইডি-র সন্দেহ ঘুরিয়ে আরও টাকা ঢুকেছে রাইস মিলে।