Upen Biswas on ED: ED-র তলবে হাজিরা না দিলে কী হতে পারে? জানালেন উপেন বিশ্বাস
Upen Biswas on ED: পুলিশের থেকে যে ইডি-র কিছু বেশি ক্ষমতা আছে বলে জানিয়েছেন উপেন বিশ্বাস। কারণ, ইডি-র জিজ্ঞাসাবাদে যা বলা হবে, সেটাই কোর্টের কাছে গ্রহণযোগ্য হবে। আলাদা করে কোনও প্রমাণ দিতে হবে না।
কলকাতা: কেন্দ্রীয় সংস্থা তলব করার পর যদি কেউ হাজিরা না দেন, সে ক্ষেত্রে ইডি কী করতে পারে? কী হতে পারে পরবর্তী পদক্ষেপ? নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন এমন প্রশ্নই সামনে আসছে। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন সিবিআই-এ প্রাক্তন কর্তা উপেন বিশ্বাস। তিনি জানিয়েছেন, ইডি-র হাতে পুলিশের থেকে বেশি ক্ষমতা রয়েছে। ইডি চাইলে অনেক কিছু করতে পারে।
TV9 বাংলার মুখোমুখি হয়ে উপেন বিশ্বাস বলেন, “ইডি কী পদক্ষেপ করবে আমরা বলতে পারি না। তবে ইডি-র ক্ষমতা আছে কাউকে তলব করার। সাধারণত তাঁদেরই তলব করা হয়, যাঁরা এই মামলার বিষয়ে কিছু জানেন অথবা মামলার সঙ্গে যুক্ত আছেন।”
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারির কথা উল্লেখ করে উপেন বিশ্বাস বলেন, “তাঁর বাড়িতে গিয়ে সার্চ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ও গ্রেফতার করা হয়েছিল। ইডি-র সেই ক্ষমতা আছে বলেই এটা করা হয়েছিল।”
পুলিশের থেকে যে ইডি-র কিছু বেশি ক্ষমতা আছে, সে কথাও উল্লেখ করেছেন উপেন বিশ্বাস। কারণ, ইডি-র জিজ্ঞাসাবাদে যা বলা হবে, সেটাই কোর্টের কাছে গ্রহণযোগ্য হবে। আলাদা করে কোনও প্রমাণ দিতে হবে না।
আর যদি কেউ না যায়? সে ক্ষেত্রে অনেক রাস্তা ইডি-র কাছে খোলা আছে বলে উল্লেখ করেছেন প্রাক্তন সিবিআই কর্তা। তিনি বলেন, প্রয়োজন হলে আবার ডাকা হতে পারে, বাড়িতে তল্লাশি চালানো হতে পারে আর মামলার সঙ্গে যুক্ত আছে মনে হলে গ্রেফতারও করা হতে পারে।
তিনি আরও জানিয়েছেন, কারও অসুবিধা থাকলে অন্য দিন যাওয়ার কথা জানাতে পারেন ইডি-কে, তবে পৃথিবীর কেউ আটকাতে পারবে না, এটা বলা যায় না। এটা ‘কমপ্লিট অ্যারোগ্যান্স’ বলে মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তিনি হাজিরা দেবেন কি না, তা স্পষ্ট না করলেও অভিষেক টুইটে জানিয়েছেন, ২ ও ৩ অক্টোবর দলীয় কর্মসূচির জন্য দিল্লিতেই থাকবেন তিনি। বলেছেন, ‘পৃথিবীর কোনও শক্তি আমাকে আটকাতে পারবে না।’