কলকাতা : প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে চলল, এখনও তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) ফ্ল্যাট থেকে বেরল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) টিম। শুক্রবার সকালে তাঁর চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। একটি ফ্ল্যাট থেকে ৮ ঘণ্টা পর আধিকারিকরা বেরিয়ে গেলেও অপর ফ্ল্যাট থেকে এখনও বেরোয়নি ইডি। সূত্রের খবর, চিনার পার্কের ওই আবাসনের ৯০৩ নম্বর ফ্ল্যাটে রয়েছেন কুন্তল ঘোষ। সেখানেই তাঁকে ২৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে ইডি। তাঁর কাছ থেকে একাধিক নথির বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থার সূত্রের খবর। সম্ভবত সেই সব নথিই খতিয়ে দেখছেন আধিকারিকরা। এর আগে পরপর নিজাম প্যালেসে তলব করে পরপর তিন দফা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
ওই আবাসনের ৯০৩ ও ৯০৯ নম্বর ফ্ল্যাট যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের। সূত্রের খবর, ৯০৯ নম্বর ফ্ল্যাটটিতে রয়েছেন কুন্তলের পরিবারের সদস্যরা। শুক্রবার প্রায় ৮ ঘণ্টা তল্লাশি চালানোর পর সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছে ইডি-র একটি টিম।
মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবি করেছেন, প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল। শুধুমাত্র টেট পরীক্ষার্থীদের কাছ থেকেই ৫ কোটি টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেখানেই শেষ নয়, কোন এজেন্টদের মাধ্য়মে কুন্তল টাকা নিতেন, সেই তথ্যও সামনে এনেছেন তাপস মণ্ডল। সম্প্রতি তিনি টাকার অঙ্ক, এজেন্টদের ফোন নম্বর তুলে দিয়েছেন গোয়েন্দাদের হাতে। সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই তলব করেছিল কুন্তলকে। এরপরই তাঁর ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি। এর আগে সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে টাকা নেওয়ার কথা অস্বীকার করতে শোনা গিয়েছে কুন্তলকে।
শুধু কুন্তল ঘোষ নয়। শুক্রবার হুগলির বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছিল ইডি। প্রায় ১২ ঘণ্টা তল্লাশির পর সেখান থেকে বেরিয়ে যান তাঁরা। নিয়োগ মামলায় সামনে আসছে শান্তনুর নামও।