কলকাতা: দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারে বরাবর স্বচ্ছ্ব ভাবমূর্তি রয়েছে তাঁর। সেই বাম আমল থেকে রাজনীতি করে আসছেন। তখন বিরোধী রাজনীতিতে। তখন থেকে শুরু করে এতদিন পর্যন্ত তাঁর গায়ে কেউ কখনও কালির ছিঁটে লাগাতে পারেনি। কিন্তু শুক্রবার সকালে আচমকা তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। সকাল থেকে ম্যারাথন অভিযানের পর বিধায়কের মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে যায় ইডি। হঠাৎ করে ইডির এই হানায় বেশ অবাক তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়।
টিভি নাইন বাংলাকে জানালেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক লড়াই-সংগ্রাম পেরিয়ে এসেছেন। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি তিনি বা তাঁর পরিবারের সদস্যরা কখনও হননি। বললেন, “আমরা বাংলার রাজনৈতিক সংস্কৃতি ও সৌজন্যের তারিফ করি। হয়ত আজও সেটা জীবন্ত। আমাকে যাঁরা জানেন, চেনেন, কাছ থেকে দেখেছেন, তাঁরা যেটা মনে করেছেন, সেটা বলেছেন। এটাই আমাদের সুস্থ-স্বাভাবিক রাজনৈতিক সৌজন্য ও সংস্কৃতির প্রতিফলন।”
প্রসঙ্গত, গতকাল যখন ইডি হানা দিয়েছিল তাঁর বাড়িতে, সেই সময় বিরোধী দলেরও অনেকে অবাক হয়েছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী থেকে শুরু করে উত্তর কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ পর্যন্ত প্রতিক্রিয়া দিয়েছেন। সজল বলেছিলেন, ‘আমি বিশ্বাস করতাম, এদের মধ্যে কয়েকজন দুর্নীতিগ্রস্ত নয়।’ আবার প্রদেশ কংগ্রেস সভাপতিও বলেছিলেন, ‘তাপস রায় চুরি করেছেন বলে মনে হয় না আমার।’ ব্যক্তিগত পরিচয়ের কথা উল্লেখ করে বলেছিলেন, ‘এই ধরনের দুর্নীতির মধ্যে তাপস রায়ের থাকার সম্ভাবনা কম।’
তাপস রায় এদিন বললেন, “আমার জীবনে অর্থের বিনিময়ে কোনওদিন কোনও কিছু করিনি। আজও নয়, আগামী দিনেও কোনওদিন আমার সম্বন্ধে সে কথা বলা যাবে না।”
কলকাতা: দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারে বরাবর স্বচ্ছ্ব ভাবমূর্তি রয়েছে তাঁর। সেই বাম আমল থেকে রাজনীতি করে আসছেন। তখন বিরোধী রাজনীতিতে। তখন থেকে শুরু করে এতদিন পর্যন্ত তাঁর গায়ে কেউ কখনও কালির ছিঁটে লাগাতে পারেনি। কিন্তু শুক্রবার সকালে আচমকা তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। সকাল থেকে ম্যারাথন অভিযানের পর বিধায়কের মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে যায় ইডি। হঠাৎ করে ইডির এই হানায় বেশ অবাক তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়।
টিভি নাইন বাংলাকে জানালেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক লড়াই-সংগ্রাম পেরিয়ে এসেছেন। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি তিনি বা তাঁর পরিবারের সদস্যরা কখনও হননি। বললেন, “আমরা বাংলার রাজনৈতিক সংস্কৃতি ও সৌজন্যের তারিফ করি। হয়ত আজও সেটা জীবন্ত। আমাকে যাঁরা জানেন, চেনেন, কাছ থেকে দেখেছেন, তাঁরা যেটা মনে করেছেন, সেটা বলেছেন। এটাই আমাদের সুস্থ-স্বাভাবিক রাজনৈতিক সৌজন্য ও সংস্কৃতির প্রতিফলন।”
প্রসঙ্গত, গতকাল যখন ইডি হানা দিয়েছিল তাঁর বাড়িতে, সেই সময় বিরোধী দলেরও অনেকে অবাক হয়েছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী থেকে শুরু করে উত্তর কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ পর্যন্ত প্রতিক্রিয়া দিয়েছেন। সজল বলেছিলেন, ‘আমি বিশ্বাস করতাম, এদের মধ্যে কয়েকজন দুর্নীতিগ্রস্ত নয়।’ আবার প্রদেশ কংগ্রেস সভাপতিও বলেছিলেন, ‘তাপস রায় চুরি করেছেন বলে মনে হয় না আমার।’ ব্যক্তিগত পরিচয়ের কথা উল্লেখ করে বলেছিলেন, ‘এই ধরনের দুর্নীতির মধ্যে তাপস রায়ের থাকার সম্ভাবনা কম।’
তাপস রায় এদিন বললেন, “আমার জীবনে অর্থের বিনিময়ে কোনওদিন কোনও কিছু করিনি। আজও নয়, আগামী দিনেও কোনওদিন আমার সম্বন্ধে সে কথা বলা যাবে না।”