ED Raids: কবে সরকারি অনুমোদন পেয়েছে বাকিবুরের মিলগুলি? জানতে খাদ্য দফতরকে চিঠি দিল ED

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 22, 2023 | 6:19 PM

ED Raids: বস্তুত, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে গিয়ে রেশন দুর্নীতির গন্ধ পান গোয়েন্দারা। গ্রেফতার করা হয় বাকিবুর রহমানকে। সেই তদন্তে নেমে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

ED Raids: কবে সরকারি অনুমোদন পেয়েছে বাকিবুরের মিলগুলি? জানতে খাদ্য দফতরকে চিঠি দিল ED
খাদ্য দফতর
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় এবার রাজ্য খাদ্য দফতরকে চিঠি ইডি-র। সূত্রের খবর, গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের মিলগুলি কবে রাজ্য সরকারের অনুমোদন পেয়েছে তা জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে ইডি। একই সঙ্গে খাদ্য দফতরকে উত্তর দিতে বলা হয়েছে, লাইসেন্স পাওয়া থেকে গ্রেফতার হওয়া পর্যন্ত কত পরিমাণ চাল-গম ঢুকেছে অভিযুক্তের মিলে।

বস্তুত, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে গিয়ে রেশন দুর্নীতির গন্ধ পান গোয়েন্দারা। গ্রেফতার করা হয় বাকিবুর রহমানকে। সেই তদন্তে নেমে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

এরপর আজ আবার খাদ্য দফতরকে চিঠি পাঠাল ইডি। সংশ্লিষ্ট চিঠিতে জানতে চাওয়া হয়েছে, বাকিবুরের রাইস, গম, আটা মিল কবে সরকারি অনুমোদন পেয়েছিল। এবং গ্রেফতার হওয়া পর্যন্ত কত পরিমাণ দ্রব্য সামগ্রী ঢুকেছে বাকিবুরের মিলে। অর্থাৎ তদন্তকারীরা জানতে চাইছেন, রেশনের দ্রব্য সামগ্রীর তছরুপ বাকিবুরের মিল থেকে হয়েছে কি না। অর্থাৎ সরকারি পরিমাণ যদি ঠিক থাকে তাহলে তাহলে তাঁরা ধরে নেবেন গরমিল যা হওয়ার মিল থেকেই হয়েছে।

 

Next Article