নারদ মামলায় ফের তলব সুব্রত-ফিরহাদ-মদনকে, সমন যাচ্ছে শুভেন্দু-মুকুলের কাছেও

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Sep 01, 2021 | 3:50 PM

Narada Case: নারদ মামলা (Narad Case)-য় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। চার্জশিটের তোড়জোড়ের মধ্যেই ফের তলব করা হল রাজ্যের দুই মন্ত্রী এবং এক তৃণমূল বিধায়ককে। শুধু তাই নয়, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও অধুনা তৃণমূল নেতা মুকুল রায়ের (Mukunl Roy) বিরুদ্ধেও তদন্তের আর্জি জানিয়েছে ইডি।

নারদ মামলায় ফের তলব সুব্রত-ফিরহাদ-মদনকে, সমন যাচ্ছে শুভেন্দু-মুকুলের কাছেও
ফের নারদ মামলায় তলব

Follow Us

কলকাতা: নারদ মামলা (Narad Case)-য় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। চার্জশিটের তোড়জোড়ের মধ্যেই ফের তলব করা হল রাজ্যের দুই মন্ত্রী এবং এক তৃণমূল বিধায়ককে। শুধু তাই নয়, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও অধুনা তৃণমূল নেতা মুকুল রায়ের (Mukunl Roy) বিরুদ্ধেও তদন্তের আর্জি জানিয়েছে ইডি।

সূত্রের খবর, ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) এবং মদন মিত্র (Madan Mitra) কে সমন জারি করা হয়েছে। একইসঙ্গে ডেকে পাঠানো হচ্ছে শোভন চট্টোপাধ্যায়কে (Shovan Chatterjee)।

উল্লেখ্য, নারদ মামলায় ইতিমধ্যেই সিবিআই চার্জশিট পেশ করেছে। তবে এখনও ইডির চার্জশিট জমা পড়েনি। এই প্রেক্ষিতে ফাইনাল চার্জশিট জমা দেওয়ার আগে সিবিআই-র স্পেশাল কোর্টে ইডি জানিয়েছে, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং ফিরহাদ হাকিমকে আগামী ১৬ নভেম্বর তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। এই আবেদনের প্রেক্ষিতে সিবিআই-র বিশেষ আদালতের নির্দেশ, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে তিন বিধায়ককে সমন পাঠানো হবে।

একইসঙ্গে, শোভন চট্টোপাধ্যায় ও প্রাক্তন পুলিশ কর্তা মির্জাকেও একই দিনে সমনও পাঠানো হচ্ছে। তাছাড়া নারদ মামলার এফআইআর-এ থাকা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং তৃণমূল নেতা মুকুল রায়কেও একই দিনে সমন পাঠানো হয়েছে। একই দিনে তাঁদেরও হাজির হতে হবে। তদন্তের স্বার্থে শুভেন্দু ও মুকুলকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, ২০১৬-র বিধানসভা ভোটের আগে বিজেপির অফিস থেকে নারদ স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করা হয়। সেখানে একডজনের ওপর তৃণমূলে প্রভাবশালীকে টাকা নিতে দেখা যায়। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি Tv9 বাংলা। সেই সময় তৃণমূলে থাকা একাধিক নেতা এখন বিজেপিতে। এর মধ্যে মুকুল রায় ফের তৃণমূলে ফিরে এসেছেন।

এর আগে গত ১৭ মে সুব্রত-মদন-ফিরহাদকে গ্রেফতার করে সিবিআই। রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। সেদিন ৬ ঘণ্টা ধরে ঠায় সিবিআই সদর দফতর নিজাম প্যালেসে বসে থাকার ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারদ মামলায় তাঁর দুই মন্ত্রী ও এক বিধায়কের গ্রেফতারির খবর শুনে সেদিন সকাল ১১ টা নাগাদ মিনিট নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানেই ঠায় ধরনায় বসে ছিলেন মুখ্যমন্ত্রী। এর পর অবশ্য জামিন পান তিনজন। এর মধ্যে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন সুব্রত-মদন। তাঁদের পাশের ঘরে ভর্তি ছিলেন শোভন চট্টোপাধ্যায়। গ্রেফতারির সময় সাংবাদিকদের সামনে মদন মিত্র বলেছিলেন, ‘যা বুঝলাম আমরা সবাই খারাপ। শুভেন্দু-মুকুলর ভাল।’ তার পর ঘটনার পর ঘটনা। অবশেষে জামিন মঞ্জুর হয় তিন তৃণমূল বিধায়করেই। এবার নারদ মামলায় তাঁদের সঙ্গে মুকুল, শুভেন্দুকেও ডেকে পাঠাল ইডি।  আরও পড়ুন: কয়লা মামলা: একা দিল্লি গেলে ‘ঝুঁকি’ রয়েছে, ইডি-র তলব এড়ালেন অভিষেক জায়া

Next Article