কলকাতা: শিক্ষা ব্যবস্থা নিয়ে কতটা তৎপর, সেই বার্তা আজই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা ব্যবস্থায় রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এরপরই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে চিঠি গেল রাজ্যের শিক্ষা দফতরের তরফে। আগামী ৮ সেপ্টেম্বর রেজিস্ট্রারদের ডাকা হয়েছে বিকাশ ভবনে। আর্থিক খরচ নিয়ে রিভিউ মিটিং হবে ওই দিন। প্রত্যেক রেজিস্ট্রারকে ১৫ মিনিট করে বক্তব্য পেশ করার সময় দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্যপালের পদক্ষেপ সম্পর্কে এদিন ক্ষোভ প্রকাশের পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিষয়টা দেখার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই এই চিঠি পাঠানো হয়েছে বিকাশ ভবনের তরফে।
গত কয়েক মাসে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। শিক্ষা জগতের সঙ্গে যুক্ত নয়, এমন ব্যক্তিকেই বসানো হয়েছে উপাচার্য পদে। আজ, মঙ্গলবার শিক্ষক দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই প্রসঙ্গেও অসন্তোষ প্রকাশ করেছেন মমতা। তিনি বলেছেন, ‘হঠাৎ শুনলাম, মধ্যরাতে কাউকে উপাচার্য করে দিলেন। শিক্ষাজগতে অভিজ্ঞতা নেই, এমন লোককেও উপাচার্য করেছেন।’ শিক্ষা দফতর চালাতে গেলে আচার্য বাধা দিচ্ছেন, এমন মন্তব্যও করেছেন তিনি।
রাজ্যপালের কথায় চললে বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য বন্ধ করে দিতে পারেন এমন হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঠিক রাখতে তিনি রাজভবনের সামনে ধরনায় বসতে পারেন বলে ঘোষণা করেছেন। তাঁর এই সব বক্তব্যের পর বিকাশ ভবনের এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন রেজিস্ট্রাররা ওই বৈঠকে যান কি না, বৈঠক ফলপ্রসূ হয় কি না, সেটাই দেখার।