কলকাতা: শিক্ষকদের পদোন্নতি নিয়ে জরুরি বৈঠক বিকাশ ভবনে। ২ নভেম্বর এই বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, শিক্ষকদের পদন্নতির খসড়া কাঠামো বানিয়ে ফেলেছে বিশেষ কমিটি। আগামী ৩০,৩১ ও ১ তারিখ দফায়-দফায় বৈঠকে বসবে পদোন্নতি কমিটি। ২ তারিখ বৈঠকে থাকবেন শিক্ষা দফতরের আধিকারিকরা। বৈঠকে থাকার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও।
প্রসঙ্গত, গত মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে নতুন শিক্ষানীতি চালুর প্রস্তাব পাশ হয়েছে। দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি পদোন্নতির দাবিতে সোচ্চার হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবে সায় দেওয়ার পর তা কার্যকর করার জন্য তৈরি হয় বিশেষ কমিটি। মূলত, শিক্ষকদের পদোন্নতির বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে বার্ষিক মূল্যায়নের মাপকাঠির উপরে। অর্থাৎ শিক্ষকদের গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে ‘অ্যাপ্রাইজাল’ পদ্ধতিতে হাঁটছে রাজ্য। এক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার নির্ধারিত হচ্ছে। অর্থাৎ এক জন শিক্ষক সময়ের যথোপযুক্ত আপডেট হচ্ছেন কি না, বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছেন কি না, এসবের ওপর জোর দেওয়া হবে। তার ওপরেই তাঁর পদোন্নতি নির্ধারিত হবে।
তবে জাতীয় শিক্ষানীতি বলছে, তৈরি হবে ন্যাশনাল প্রোফেসনাল স্ট্যান্ডার্স ফর টিচার্স বা NPST। এর মাধ্যমেই শিক্ষকদের পদোন্নতি বা বেতন বৃদ্ধি হবে। শিক্ষকদের প্রয়োজনীয় ট্রেনিংও এই NPST দিয়ে হবে। ফলত, শিক্ষকদের পদোন্নতির বিষয়টি কী হবে সেই নিয়ে শুরু হয় চাপানউতর। ফলত, ২ তারিখের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন শিক্ষাবীদদের একাংশ।