কলকাতা: ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও রায় শুনেই অসুস্থ হয়ে পড়েছেন বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে তদন্তে নেমে গোটা রাজ্যজুড়ে জ্যোতিপ্রিয়র নামে-বেনামে বিশাল সম্পত্তির খোঁজ পেয়েছেন ইডি-র তদন্তকারীরা। সূত্রের খবর, অনুব্রতর গড়েও রয়েছে বড় সম্পত্তি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন শান্তিনিকেতনে দশ কাটা জমির উপর রয়েছে প্রাসাদোপম বাড়ি। যার আনুমানিক মূল্য ৬ কোটি। কীভাবে রাতারাতি এত সম্পত্তির মালিক হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী? প্রশ্ন তুলছে বিজেপি।
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শান্তিনিকেতনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ি ‘অপার’ খোঁজ পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই শান্তিনিকেতনের রতনপল্লীতে রয়েছে জ্যোতিপ্রিয়র বিশালবহুল বাড়ি ‘দোতারা’। এলাকার কেউ কেউ বলছেন দেড় কোটি টাকা দিয়ে কেনা সেই বাড়ির বর্তমান বাজারমূল্য প্রায় ১০-১২ কোটি টাকা। শুধু এ বাগানবাড়ি নয়। কেষ্টগড়ে মল্লিক বাড়ির আরও সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে জ্যোতিপ্রিয়র গ্রামের বাড়ি। সে বাড়িও প্রাসাদোপম। বিরোধীদের দাবি গ্রামেও নামে-বেনামে প্রচুর সম্পত্তি করেছেন মন্ত্রী। শুধু দক্ষিণবঙ্গ নয়, সম্পত্তি রয়েছে উত্তরবঙ্গেও। সূত্রের খবর, লোয়ার বাগডোগরাতেও জমি রয়েছে মল্লিক দম্পতির। সেখানে ১০ কাঠা জমি কেনা হয়েছে বেনামে।
শোনা যাচ্ছে মন্ত্রীর বাড়ি লাগোয়া রেশন দোকানটি রয়েছে মন্ত্রীর ভাইয়ের ছেলের নামে। এলাকার এক বাসিন্দা বলছেন, দোকান তো মল্লিকদেরই। মন্ত্রীর জ্যাঠতুতো দাদার ছেলের ছেলের নামে রয়েছে ওটা। কয়েক বিঘা জমির উপর মন্তেশ্বরে মল্লিকবাড়ির একটি আইটিআই কলেজও রয়েছে। গ্রামেই ৭০ থেকে ৮০ বিঘা সম্পত্তি মল্লিক বাড়ির। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, আমরা বুঝতে পারি না উনি কী চাকরি বা ব্যবসা করতেন যে ওনার এত কোটি টাকার সম্পত্তি এই কয়েক বছরে হয়ে গেল। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন তিনি যড়যন্ত্রের শিকার। বিজেপির শিকার।