SIR News: BLA-এ নিয়োগে বড়সড় পরিবর্তন আনল কমিশন
Kolkata: আগের নিয়মে সংশ্লিষ্ট পোলিং স্টেশনের উপর বিএলএ নিয়োগ করতে হত। এবার তার পরিবর্তন ঘটল। এছাড়া নিয়োগপ্রাপ্ত বুথ লেভেল এজেন্টকে সংশ্লিষ্ট কেন্দ্রের খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখতে হবে এবং মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম চিহ্নিত করতে হবে। এই নিয়মও এবার লিখিত ভাবে এসে গেল এই নির্দেশিকায়।

আগের নিয়মে সংশ্লিষ্ট পোলিং স্টেশনের উপর বিএলএ নিয়োগ করতে হত। এবার তার পরিবর্তন ঘটল। এছাড়া নিয়োগপ্রাপ্ত বুথ লেভেল এজেন্টকে সংশ্লিষ্ট কেন্দ্রের খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখতে হবে এবং মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম চিহ্নিত করতে হবে। এই নিয়মও এবার লিখিত ভাবে এসে গেল এই নির্দেশিকায়। কমিশনের এই নির্দেশকে স্বাগত জানিয়ে আজ বিরোধী দলনেতা লেখেন, “মাননীয় জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগে নতুন নির্দেশিকা জারি করেছে। জাতীয় নির্বাচন কমিশনের সময়োপযোগী এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। পুরোনো নির্দেশিকাতে বর্ণিত ছিল, শুধু মাত্র উক্ত বুথের ভোটারই ওই বুথের BLA হতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশন নতুন নির্দেশিকাতে উল্লেখ করেছেন যদি কোনও বুথে BLA নিয়োগ করার ক্ষেত্রে কোনও সমস্যা হয় তবে ওই বিধানসভা কেন্দ্রের অন্য যে কোনও বুথের ভোটার অন্য কোনও বুথেও BLA হতে পারবেন।” এতে সব দলই সমানভাবে উপকৃত হবেন বলে মনে করেছেন বিরোধী দলনেতা।
প্রসঙ্গত, এসআইআর-এ BLO-দের পাশাপাশি BLA-দের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্র অনুযায়ী নিযুক্ত বিএলএ-রা থাকবেন বিএলওদের সঙ্গে। তাঁরা নজর রাখবেন বিএলওদের কাজে। এরপর আজ কিছু পরিবর্তন আনল কমিশন।
