Election Commission: রবীন্দ্র সরোবর থানায় কী হয়েছিল? শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগের রিপোর্ট চাইল কমিশন
Suvendu Adhikari: , সম্প্রতি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারকে কেন্দ্র করে বিজেপির মিছিলে গন্ডগোলের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা রবীন্দ্র সরোবর থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ করেছে তৃণমূল।
কলকাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) পুলিশকে হুমকি দিচ্ছেন এবং প্রভাব খাটিয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের (Ballygunge Assembly Constituency) উপনির্বাচনের প্রক্রিয়া বিঘ্নিত করতে চাইছেন। নির্বাচন কমিশনের কাছে এমনটাই অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চাইল কমিশন। সেই রিপোর্ট দিল্লিতে পাঠাবে নির্বাচন কমিশন। উল্লেখ্য, সম্প্রতি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারকে কেন্দ্র করে বিজেপির মিছিলে গন্ডগোলের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা রবীন্দ্র সরোবর থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ করেছে তৃণমূল।
এই মর্মে কমিশনের কাছে চিঠিও পাঠিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণালবাবু অভিযোগ করেন, বিরোধী দলনেতা পুলিশকে বার বার হুমকি দিচ্ছেন । প্রভাব খাটিয়ে পুলিশ এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোটের ফলকে প্রভাবিত করতে চাইছেন।কুণাল ঘোষ তাঁর চিঠিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ আইনি পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করেছেন তিনি। এর পাশাপাশি বালিগঞ্জে অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ করেছেন তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে।
Suvendu Adhikari is threatening police officers and trying to influence the election process.
Met Dr AAriz Aftab, Chief Election Officer in his office today, had a discussion regarding the issue and submitted the complaint on behalf of @AITCofficial pic.twitter.com/biwr56DwWU
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 6, 2022
উল্লেখ্য, সামনেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। ১২ এপ্রিল উপনির্বাচন। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই তপ্ত হচ্ছে রাজনীতির বাতাবরণ। চলছে, আক্রমণ প্রতি আক্রমণের পালা। বালিগঞ্জ থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেয়া ঘোষ। বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়েই পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল ২৮ মার্চ। সেদিন বিজেপির কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনার জেরেই রবীন্দ্র সরোবর থানায় ঢুকে পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে।
আরও পড়ুন : Dilip Ghosh in Amsterdam: রাষ্ট্রপতির সঙ্গে আমস্টারডামে দিলীপ ঘোষ, কেমন কাটছে বিদেশ সফর? দেখুন ছবিতে