কলকাতা: অপেক্ষা মাঝে আর একদিনের। বৃহস্পতিবারই দীর্ঘ প্রতীক্ষা শেষে অষ্টম এবং অন্তিম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। মোট ৩৪ টি বিধানসভা আসনে নির্বাচন হবে। দীর্ঘ আট দফার ভোটে মাঝে দু-একটি বড় অশান্তির ঘটনা ঘটেছে ঠিকই। তবে বাংলার ভোটে হিংসার ইতিহাসের কথা মনে মাথায় রাখলে বলতেই হয়, মোটের উপর একুশের নির্বাচন শান্তিপূর্ণভাবেই মিটিছে। এ বার শেষ পর্যায়ে এসে মধুরেণ সমাপয়েৎ করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে কমিশন। সূত্রের খবর, শেষ দফার ভোটে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা বাহিনী ব্যবহার করা হবে।
কথায় বলে, ‘শেষ ভাল যার সব ভাল’। শেষ দফার ভোটটাও তাই ভালভাবে মেটাতে চাইছে কমিশন। চার জেলার ৩৪ টি আসনের মধ্যে রয়েছে কলকাতা উত্তর। এ বাদেও বীরভূম, মুর্শিদাবাদ ও মালদায় ভোট রয়েছে শেষ দফায়। কলকাতা বাদে এই তিন জেলাতে রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটে অহরহ। সেই কথা মাথায় রেখে নিরাপত্তার আঁটোসাঁটো বন্দোবস্ত থাকতে এই তিনটি জেলায়। বিশেষভাগে নজর দেওয়া হচ্ছে অনুব্রত-গড় বীরভূম এবং মুর্শিদাবাদে।
কমিশন সূত্রে খবর, অষ্টম দফা ভোটের জন্য ৭৫৩ কোম্পানি বাহিনীকে হাতে রাখা হচ্ছে। যার মধ্যে নিরাপত্তা দিতে নামবে ৬৪১ কোম্পানি বাহিনী। এর মধ্যে বীরভূমের জন্য মোতায়েন করা হচ্ছে ২২৪ কোম্পানি বাহিনী। মুর্শিদাবাদে থাকছে ২১২ কোম্পানি। উত্তর কলকাতা এবং মালদার জন্য যথাক্রমে ৯৫ এবং ১১০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। অষ্টম দফায় মোট বুথ তৈরি হচ্ছে ১১ হাজার ৮৬০ টি। বীরভূমে ৩৯০৮, মালদায় ২০৭৩, মুর্শিদাবাদে ৩৭৯৬ এবং কলকাতা উত্তরে ২০৮৩ টি বুথ থাকবে।
আরও পড়ুন: এ বার বিজয় মিছিলে ‘না’, ফস্কা গেরোয় বজ্র আঁটুনি কমিশনের
কমিশন সূত্রে খবর, বাংলা ভোটের নিরাপত্তার জন্য মোট ১০৭১ কোম্পানি বাহিনী আনা হলেও তার মধ্যে ৩১৮ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে এই শেষ দফা নির্বাচনে ব্যবহার করা হবে।
আরও পড়ুন: উনিশের পর একুশেও নজরবন্দি অনুব্রত, সদর্পে বললেন, ‘খেলা হবে’