Election Commission: বাংলায় CPI-RSP হারাল স্বীকৃত রাজনৈতিক দলের মর্যাদা, পঞ্চায়েতের আগে আরও চমক বঙ্গ রাজনীতিতে

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Apr 11, 2023 | 4:23 PM

CPI and RSP: ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দলগুলির প্রাপ্ত ভোটের শতকরা হিসেবও বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে জাতীয় নির্বাচন কমিশন।

Election Commission: বাংলায় CPI-RSP হারাল স্বীকৃত রাজনৈতিক দলের মর্যাদা, পঞ্চায়েতের আগে আরও চমক বঙ্গ রাজনীতিতে
সিপিআই ও আরএসপি

Follow Us

কলকাতা: পঞ্চায়েত ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে আরও চমক। তৃণমূল জাতীয় দলের তকমা হারিয়েছে। আর সিপিআই শুধু জাতীয় দলের তকমাই নয়, এ এ রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল (রাজ্য দল)-এর (State Party) তকমাও হারিয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (CPI)। সিপিআই ছাড়াও বামেদের আরও একটি দলও বাংলার স্বীকৃত রাজনৈতিক দলের তকমা হারিয়েছে। সেটি হল আরএসপি (RSP)। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সোমবার এই সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। সাধারণ স্বীকৃত রাজনৈতিক দলের একটি নির্দিষ্ট নির্বাচনী প্রতীক থাকে। কিন্তু স্বীকৃতি হারানোর ফলে আরএসপি ও সিপিআই-এর আর কোনও নির্দিষ্ট নির্বাচনী প্রতীক থাকছে না। যে কেউ তাদের প্রতীকের জন্য আবেদন করলে তা পেতে পারে। উল্লেখ্য, ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দলগুলির প্রাপ্ত ভোটের শতকরা হিসেবও বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে জাতীয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, বঙ্গ রাজনীতিতে বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিআইএম। এছাড়া বাকি শরিক দলগুলির মধ্যে রয়েছে সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লক। ভোট ময়দানে বামেদের ছোট শরিক দলগুলির মধ্যে দুটিই হারিয়ে ফেলল রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের মর্যাদা। সিপিএম ছাড়া রইল পড়ে ফরওয়ার্ড ব্লক। প্রসঙ্গত, ২০১১ সালে বঙ্গ রাজনীতির পালাবদল পরবর্তী সময় থেকেই বামফ্রন্টের শরিক দলগুলির শক্তি ক্রমেই কমেছে। অন্তত ভোট ময়দানে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আরএসপির পরিসংখ্যানের দিকে নজর রাখলে, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে সাতটি আসন জিতেছিল তারা। ভোট শতাংশ ছিল ২.৯৬ শতাংশ। ২০১৪ সালের লোকসভা ভোটে একটি আসনও জেতেনি তবে ২.৪৬ শতাংশ ভোট নিজেদের দখলে রাখতে পেরেছিল। ২০১৬ সালের বিধানসভা ভোটে তিনটি আসন জিতেছিল আরএসপি। ভোট শতাংশ ছিল ১.৬৭। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফল আরও খারাপ। ০.৩৭ শতাংশ আসন রেখেছিল নিজেদের দখলে। কোথাও জিততে পারেনি। ২০২১ সালের বিধানসভা ভোটেও প্রাপ্ত ভোট ০.২১ শতাংশ এবং কোনও আসন জিততে পারেনি।

Next Article