Elephant Smuggling: সরকারি সম্পত্তি হাতি কীভাবে পাচার হচ্ছে ভিনরাজ্যে? হাইকোর্টের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংস্থা

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 08, 2023 | 2:12 PM

Elephant Smuggling: হাইকোর্টে হওয়া ওই মামলায় এমন তিনটি হাতিকে ফেরত চেয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের বক্তব্য হাতি বিক্রি করা যায় না। এমনকী উপহারও দেওয়া যায় না।

Elephant Smuggling: সরকারি সম্পত্তি হাতি কীভাবে পাচার হচ্ছে ভিনরাজ্যে? হাইকোর্টের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংস্থা
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আপাতত বিশ্বের সবথেকে স্থুলকায় প্রাণী বলতে টিকে আছে হাতি। আর সেই হাতিই এখন পাচার হয়ে যাচ্ছে! হাতিকে দিয়ে বেগার খাটিয়ে নিচ্ছে একদল মানুষ। কলকাতা হাইকোর্টে একটি মামলায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, রাজ্যের প্রায় ২৬ থেকে ২৮ টি হাতি পাচার হয়ে গিয়েছে অন্য দেশে অথবা অন্য রাজ্যে। কিন্তু আইন বলছে, হাতি রাজ্য সরকারের সম্পত্তি।

হাইকোর্টে হওয়া ওই মামলায় এমন তিনটি হাতিকে ফেরত চেয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের বক্তব্য হাতি বিক্রি করা যায় না। এমনকী উপহারও দেওয়া যায় না। প্রশ্ন হল হাতি কিনছে কারা? স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, সার্কাস কোম্পানি ‘নটরাজ’ তাদের তিনটি হাতি বিক্রি করে দিয়েছিল। পরে তাদের বিহারে এক আশ্রম থেকে পাওয়া যায়। ওই আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে তারা হাতিগুলি উপহার হিসেবে পেয়েছে। আশ্রমে তাদের যত্নেই রাখা হয়েছে। মামলাকারীর আইনজীবীর দাবি, হাতি কিনে তাদের দিয়ে নানা রকমের কাজ করানো হয়। এ ক্ষেত্রে রাজ্য সরকারের উদাসীনতাও রয়েছে বলে অভিযোগ।

বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী, কোনও হাতিকে কেনা বা বিক্রি করা যায় না। আর্থিক লাভের উদ্দেশে হাতিকে কারও হাতে তুলেও দেওয়া যায় না। বন্য প্রানী সুরক্ষা আইনে, সব বন্য হাতিকেই সরকারের সম্পদ বলে উল্লেখ করা হয়েছে। সাদা হাতিকে দেওয়া হয় বিশেষ মর্যাদা।

বিশেষজ্ঞরা বলছেন, এ রাজ্যে একের পর এক সার্কাস বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সার্কাসে যে হাতিগুলি থাকত, সেগুলিকে বিক্রি করে দেওয়া হয়ে যাচ্ছে। হাতি যে রাজ্যের হয়ে নথিবদ্ধ থাকে তাকে আর অন্য রাজ্যে বিক্রি করা যায় না। অর্থাৎ হাতি রাজ্যের সম্পত্তি। কিন্তু সে সব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হাতি পাচার হয়ে যাচ্ছে ভিনরাজ্যে।

Next Article