Partha Chatterjee: ফের অসুস্থবোধ করছেন পার্থ, জেরার মুখে ভেঙে পড়েছেন বারবার: সূত্র

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 23, 2022 | 9:39 AM

ED Raids: শুক্রবার কার্যত ঘুম ভাঙার পর থেকেই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার দুপুরেও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

Partha Chatterjee: ফের অসুস্থবোধ করছেন পার্থ, জেরার মুখে ভেঙে পড়েছেন বারবার: সূত্র
রাতভর পার্থ-র বাড়িতে ছিলেন ইডি আধিকারিকরা

Follow Us

কলকাতা :  নিজাম প্যালেসে সিবিআই-এর  জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু শুক্রবার ইডি-র জিজ্ঞাসাবাদ চলল দিনভর। রাতেও মিলল না রেহাই। ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও ইডি আধিকারিকদের বেরতে দেখা যায়নি মন্ত্রীর নাকতলার বাড়ি থেকে। শনিবার সকালে ফের অসুস্থবোধ করছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, মেডিক্যাল টিম ডাকার অনুরোধ করেছেন তিনি। শুক্রবার দুপুরেও অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনজন চিকিৎসককে তাঁর বাড়িতে প্রবেশ করতে দেখা গিয়েছিল। শনিবার তিনি ফের অসুস্থবোধ করছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর রাতে জিজ্ঞাসাবাদ চলাকালীন বেশ কয়েকবার ভেঙে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রশ্নের মুখে বারবার তথ্যও বদলাতে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে যে প্রশ্নপত্র ধরে প্রশ্ন করছিল ইডি, দিনের শেষে বদলে যায় সেই প্রশ্নপত্র। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল টাকা উদ্ধার হওয়ার পর প্রশ্নপত্রে গুরুত্ব পায় অর্পিতার পরিচয়। অর্পিতা কে? কী ভাবে তাঁর কাছে অত টাকা এল? পার্থ-র সঙ্গে তাঁর কী সম্পর্ক? এ সব প্রশ্ন করা হচ্ছে বলে সূত্রের খবর।

শুক্রবার দুপুরেও জিজ্ঞাসাবাদের মুখে অসুস্থ হয়ে পড়েছিলেন মন্ত্রী। প্রথমে তাঁর আইনজীবী অনিন্দ্য রাউত ও পরে পুলিশ চিকিৎসকদের নিয়ে আসেন। বেশি কিছুক্ষণ ধরে পার্থ-র শারীরিক অবস্থা খতিয়ে দেখেন তাঁরা। পরে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যার পরই ইডির তল্লাশি অভিযানের মোড় ঘুরে যায়। হরিদেবপুর এলাকার বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২০ কোটি নগদ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে অর্পিতাকে পার্থ-ঘনিষ্ঠ বলে উল্লেখ করে ইডি। এরপরই পার্থকে নতুন করে প্রশ্নের মুখোমুখি হতে হয়।

ইডি সূত্রে খবর, শুধু ২০ কোটি নগদ টাকাই নয়, অর্পিতার ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছে ২০ টি মোবাইল, দুটি ল্যাপটপ। সেই ল্যাপটপ খতিয়ে দেখছে ইডি। তাঁর কাছ থেকে বেশ কিছু জমির দলিল উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর।

Next Article