কলকাতা: আবারও কোটি-কোটি টাকা উদ্ধার। সাক্ষী রইল গোটা রাজ্য। পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার নগদ ১৫ কোটি টাকা। শনিবার ইডির তদন্তকারী দল হানা দেয় নিসার আলি নামে ওই ব্যবসায়ীর বাড়িতে। তারপরই উদ্ধার হয় বান্ডিল-বান্ডিল টাকা। খাটের তলাতেও থরে-থরে সেই টাকা সাজানো ছিল বলে খবর। ইডি সূত্রে খবর, মোবাইল প্রতারণা চক্র চালাতেন এই নিসার। অনলাইনের অনলাইন গেমিং অ্যাপের নামে প্রতারণা চক্র চালিয়ে সেখান থেকে টাকা রোজগার করা হত বলে খবর। হিসাব বহির্ভূত একাধিক সম্পত্তি মিলেছে তাঁর কাছ থেকে।
শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে হানা দেয় ইডি। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। সূত্রের খবর, নিসার খানের পরিবহণ ব্যবসার পাশাপাশি আমদানি-রফতানিরও ব্যবসা রয়েছে। আজ সকালে যখন গোয়েন্দারা তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালান সেই সময় মেলে পাঁচশ ও দু’হাজারের বান্ডিল-বন্ডিল নোট। খাটের তলা থেকেও উদ্ধার হয় নগদ টাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৭ কোটি টাকা। তবে এর পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ইডি আধিকারিক বলেন, ‘খাটের নিচে রাখা ছিল নোট। টাকা গোনার মেশিন এসেছে। ২ হাজার ৭০০ টাকার বান্ডিল রাখা ছিল।’
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, নিসার খানকে পাড়াতে আগেই দেখেছেন। তাঁরা জানতেন পরিবহণ ব্যবসার সঙ্গে তিনি যুক্ত। তবে এর পাশাপাশি আর কী কী কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তা জানতেন না তাঁরা। তবে নগদ এতটাকা দেখে রীতিমত তাজ্জব হয়ে গিয়েছেন সকলে।
এ দিকে, গোটা বাড়িটি ঘিরে রেখেছে সিআরপিএফ জওয়ানরা। পাশাপাশি অতিরিক্ত আরও জওয়ান মোতায়েন রয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যে ইডির তরফে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। টাকা গোনার মেশিনও নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। তবে এই টাকা কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে সেই সংক্রান্ত কোনও তথ্য দেখাতে পারেননি তিনি। সেই কারণে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা নিসার খানের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছেন বলে সূত্র মারফত খবর মিলেছে।
মাস খানেক আগে ঠিক এমনই ছবি দেখেছিল গোটা বাংলা। রীতিমত তাজ্জব বনে গিয়েছিলেন রাজ্যবাসী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধারের পরই একই ভাবে ইডি লেখা হয়েছিল। এরপর সেই শনিবারের বার বেলায় সেই একই ছবি দেখল গোটা বাংলা। ইডি সূত্রে খবর, টাকা গোনার মেশিন এসে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।