Kolkata Metro: শিয়ালদহ-এসপ্লানেড মেট্রোর কাউন্টডাউন শুরু, সেক্টর ৫ পৌঁছনো এবার আরও সহজ!
Kolkata Metro: যাত্রী সুরক্ষা কতটা মজবুত রয়েছে, সিগন্যালিং অবস্থা কেমন, জরুরিকালীন অবস্থায় বেরোনোর পথ সঠিকভাবে রয়েছে কি না, এই সব কিছুই খতিয়ে দেখেন রেল বোর্ডের চেয়ারম্যান। রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনাও করেন তিনি।

কলকাতা: আগামী ২২ আগস্ট কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে এই সফরের মাঝেই চালু হতে পারে বহু প্রতীক্ষিত মেট্রো রুট। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মাঝের অংশের মেট্রো পরিষেবা উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। সেই জল্পনাই উস্কে দিয়ে কলকাতায় এলেন রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার।
মঙ্গলবার সকালে ইস্ট-ওয়েস্ট মেট্রোর অন্তর্গত এসপ্ল্যানেড মেট্রো স্টেশন দিয়ে তিনি নীচে নামেন। ভূ-গর্ভে শিয়ালদহ পর্যন্ত পরিদর্শন করেন তিনি। মেট্রোর কাজের সময় বউবাজারে বিপর্যয়ের পর এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। সেই প্রকল্পের কাজ অবশেষে শেষ করেছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড বা কেএমআরসিএল।
মেট্রো সূত্রে খবর, শিয়ালদহ-এসপ্ল্যানেডের বর্তমান অবস্থা কী, যাত্রী সুরক্ষা কতটা মজবুত রয়েছে, সিগন্যালিং অবস্থা কেমন, জরুরিকালীন অবস্থায় বেরোনোর পথ সঠিকভাবে রয়েছে কি না, এই সব কিছুই খতিয়ে দেখেন রেল বোর্ডের চেয়ারম্যান। রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনাও করেন তিনি।
রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার বলেন, “খুব শীঘ্রই চালু হবে এই লাইন।” দ্রুত যাতে এই পরিষেবা চালু করা যায়, সেটা দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন।
ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অধীনে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৯.২ কিলোমিটার এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার রুটে আলাদা করে মেট্রো ছুটছে। মাঝখানের ২.২ কিলোমিটার অংশ নিয়েই ছিল জটিলতা। সেই রুটই এবার উদ্বোধনের অপেক্ষায়। প্রধানমন্ত্রীর হাত ধরে এই অংশটুকুর উদ্বোধন হয়ে গেলে ১৬ কিলোমিটার পথ খুলে যাবে। ফলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ সরাসরি জুড়ে যাবে।
সোমবার মেট্রোর ট্র্যাকশন এবং রোলিং স্টকের মতো গুরুত্বপূর্ণ বিভাগের আধিকারিক ব্রজমোহন আগরওয়াল শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর ট্র্যাক বা লাইন এবং সিগন্যালিং ব্যবস্থা খতিয়ে দেখে গিয়েছেন। এরপর মঙ্গলবার সকালে এলেন রেল বোর্ডের চেয়ারম্যান। স্বাভাবিকভাবেই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে চালু হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছেন মেট্রো রেলের আধিকারিকরা।
