কলকাতা: উত্তরবঙ্গে ইথানল প্ল্যান্ট তৈরি করছে পিসি মিত্তল গ্রুপ। ১৫০ কোটি টাকা বিনিয়োগে তারা শিলিগুড়িতে এই প্ল্যান্ট তৈরি করছে। দৈনিক ২ লক্ষ লিটার ক্ষমতাসম্পন্ন এই ইথানল প্ল্যান্ট হবে। পাশাপাশি একটি আধুনিক কংক্রিট স্লিপার উৎপাদন কারখানাও তৈরি হচ্ছে। ১০০ কোটি টাকা খরচ করে তা তৈরি হচ্ছে। নিউ জলপাইগুড়িতে ইতিমধ্যেই একটি ইউনিট রয়েছে।
এদিন মুখ্যসচিবের নেতৃত্বে একটি দল স্পেনের কনস্টান্টিতে ট্রাভিপোসের কারখানা ঘুরে দেখে। কারখানাটি স্পেন রেলওয়েজের জন্য রেল স্লিপার তৈরি করে। রেলওয়ান (RAILONE)-এর সদস্য তারা। পিসি মিত্তল গ্রুপের পাঁচটি আন্তর্জাতিক ইউনিটের মধ্যে একটি এটি। যার টার্নওভার ২ হাজার কোটির বেশি। স্লিপারগুলির জন্য যে ছাঁচ তা তৈরি হয় পশ্চিমবঙ্গে। সরবরাহ করা হয় স্পেনের ইউনিটে।
এই মুহূর্তে স্পেনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর সফরসঙ্গীর তালিকায় রয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব বন্দনা যাদব। মূলত মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর বিনিয়োগের লক্ষ্যে। ইতিমধ্যেই শিক্ষা, খেলার জগতে বিনিয়োগের খবর এসেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেনের মাদ্রিদ থেকে ঘোষণা করেছেন, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা তৈরি করছেন তিনি। এবার উত্তরবঙ্গের জন্যও এল সুখবর।