কলকাতা: বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ মামলার রায়দান। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হবে মামলার রায়দান। এই মামলায় অভিষেক আদৌ রক্ষাকবচ পাবেন কি না তাই স্পষ্ট হবে আজ। যদিও মামলা চলাকালীন তাঁকে জিজ্ঞাসাবাদের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ দাবি করেছিলেন তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। চিঠি দিয়েছিলেন হেস্টিংস থানাতেও। সেই চিঠি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, ইডি কিংবা সিবিআই প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যেতে পারে।
সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অভিষেককে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দেন। পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই সংক্রান্ত মামলার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বিচারপতি সিনহার বেঞ্চে চলে যায়। বিচারপতি অমৃতা সিনহাও জানিয়ে দেন কেন্দ্রীয় সংস্থা চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। পরে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চান অভিষেক। কিন্তু সেখানেও মেলেনি রক্ষাকবচ। গত মঙ্গলবার মামলার শুনানি হয়। এই মামলার শুনানি শেষ হয়েছে। ওই দিন মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এবং ইডি। যদিও রায়দান স্থগিত রাখা হয়েছে। আজ হবে জিজ্ঞাসাবাদের সেই মামলার শুনানি।