E Nuggets: ‘বাজেয়াপ্ত টাকা হিমশৈলের চূড়া মাত্র’, গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে দাবি সরকারি আইনজীবীর

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 01, 2022 | 9:34 PM

E Nuggets: ১৬০০ অ্যাকাউন্টের ভেরিফিকেশন চলছে, এখনও যা উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র, গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে চাঞ্চল্য কর দাবি সরকারি আইনজীবীর।

E Nuggets: বাজেয়াপ্ত টাকা হিমশৈলের চূড়া মাত্র, গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে দাবি সরকারি আইনজীবীর
আমির খান (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: ২ বছরে ৭,৩৪৩ কোটি টাকার লেনদেনের অভিযোগ। ই নাগেটস (E Nuggets) মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে আদালতে চাঞ্চল্যকর দাবি আগেই করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি (ED)। এদিকে ইতিমধ্যেই জেলে গিয়ে এই মামলায় প্রধান অভিযুক্ত আমির খানকে (Amir Khan) জেরার আবেদন করেছে পুলিশ। যদিও তাতে স্পষ্ট আপত্তি তুলেছেন আমিরের আইনজীবী। তাঁর স্পষ্ট প্রশ্ন এতদিন তাহলে কী করল পুলিশ? যদিও সরকারি আইনজীবীর দাবি, টাকা ডবল করার নামে বিনিয়োগ নেওয়া হয়। এমনকী বিদেশি নাগরিকদের সঙ্গেও প্রতারণার অভিযোগ রয়েছে আমিরের বিরুদ্ধে। 

একইসঙ্গে আদালতে তথ্য তুলে ধরে সরকারি আইনজীবী স্পষ্ট জানিয়েছেন প্রথমে দেখা যায় ১৪৭টি অ্যাকাউন্ট ও পরবর্তীতে দেখা যায় ৬টি প্রধান অ্যাকাউন্টে টাকা যেত। পরবর্তীতে আরও ১৬০০ অ্য়াকাউন্টের হদিশ পাওয়া যায়। বেশিরভাগ লেনদেন ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে হত বলে দাবি করা হয়েছে। এর আগে কলকাতা পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উভয়েই পৃথক পৃথক তদন্তে মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে ক্রিপ্টোর যোগ পায়। 

সরকারি আইনজীবী স্পষ্ট জানিয়েছেন ইতিমধ্যেই ৩২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ১৬০০ অ্যাকাউন্টের ভেরিফিকেশন চলছে। সব তথ্য তুলে ধরেই তাঁর দাবি, এখনও পর্যন্ত যা দেখতে পাওয়া গিয়েছে ও বাজেয়াপ্ত হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। তদন্ত এগোলেও আরও অনেক কিছুই হাতে আসতে পারে। 

এদিকে ১১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে আমির খান সহ ৪ জনের। এদিকে এর আগে পিএমএলএ আদালতে ইডি রিপোর্ট জমা দেওয়ার পর ইডি-র আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ৩০০টির বেশি আক্যাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে। এছড়াও ভারতে প্রায় ৩৫০টি এর বেশি ব্যাঙ্ক আক্যাউন্ট ইতিমধ্যেই ইডি স্ক্যানারে রয়েছে। ওই সমস্ত অ্যাকাউন্টের উপরে নজরদারি চালিয়ে এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন ইডি আধিকারিকরা। 

Next Article