কলকাতা: পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে চেন্নাই যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আর সেই সফরকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিনের (MK Stalin) সঙ্গে দেখা করতে পারেন মমতা। সূত্র মারফত এমনই জানা গিয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক কালে জাতীয় রাজনীতিতে বিরোধী পরিসরে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব অনেকখানি বেড়েছে। বিজেপির বিরোধী প্রধান মুখ যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই, সেই কথা বার বার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূলের নেতারা। এমন পরিস্থিতিতে মমতা-স্তালিন বৈঠক ঘিরে এই জল্পনা ঘিরে স্বাভাবিকভাবেই জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।
২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে এখনও অনেকখানি সময় বাকি। কিন্তু এর মধ্যেই বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে এক ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এর আগেও বেশ কয়েকদফা বৈঠক হয়েছে বিভিন্ন আঞ্চলিক দলগুলির মধ্যে। এদিকে সাম্প্রতিক কালে রাজ্যে তৃণমূলের একাধিক তাবড় নেতা গ্রেফতার হয়েছেন ইডি-সিবিআইয়ের হাতে। বাংলায় বিজেপি, বাম, কংগ্রেস সমান তালে আক্রমণ শানাচ্ছে শাসক দল তৃণমূলকে। রাজনীতির পর্যবেক্ষকদের একাংশের মতে, এমন পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে তৃণমূল যে মজবুত পদচিহ্ন রেখেছে, তার উপর যাতে কোনও আঁচ না লাগে, তা নিশ্চিত করতে চাইছে তৃণমূল শিবির।
তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দিল্লির রাজনীতিতে নিজেদের অবস্থান আরও মজবুত করার দিকে নজর দিয়েছে তৃণমূল। রাজ্যের বাইরে নির্বাচনী লড়াইয়ে নামছে। ত্রিপুরা, গোয়ায় সংগঠন তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। সেই তালিকায় রয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার থেকে একাধিক নেতা। এবার লা গণেশনের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর চেন্নাই সফর ঘিরে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। জোর গুঞ্জন ছড়িয়েছে তিনি নাকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিনের সঙ্গেও দেখা করতে পারেন ওই সফরকালে। এখন দেখার সেই বৈঠক থেকে আগামী দিনে তৃণমূলের জাতীয় রাজনীতিতে পদচিহ্ন আরও কতটা মজবুত হয়।