কলকাতা: বিগত দু’দিন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশের দেখা মিললেও মঙ্গলবার সকাল থেকে ফের রোদের দাপট। হাওয়া অফিস বলছে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের কোথাও খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে ইদের দিন। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ মোটের উপর শুকনোই থাকবে। শুধু তাই নয় আগামী কয়েকদিনে তাপমাত্রারই ঊর্ধ্বগতি দেখা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৪০ থেকে ৮৮ শতাংশের মধ্যে।
আবহাওয়া দফতর বলছে, আগামী ২ থেকে ৩ দিনে দক্ষিণবঙ্গের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বাধিক ৫ ডিগ্রি পর্যন্ত পারা বাড়তে পারে। সেখানে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে তা পয়লা বৈশাখে বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে।
দক্ষিণবঙ্গে মোটের উপর বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে আপাতত প্রায় সব জেলায় বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দু’একটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় তুলনামূলকভাবে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে।