কলকাতা: ভোটে গরম বাংলায় বিজেপির প্রচার কর্মসূচিতে শান দিতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সেনাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আর এবার শহর কলকাতায় একই দিনে মোদী ও শাহের কর্মসূচির সম্ভাবনা। ভোট পর্বের একেবারে শেষ লগ্নে বিজেপির এমনই মেগা কর্মসূচির সাক্ষী থাকতে পারে বঙ্গবাসী। বিজেপি সূত্র মারফত খবর এমনই জানা যাচ্ছে। আগামী ১ জুন সপ্তম দফায় বাংলার ৯টি আসনে ভোটগ্রহণ রয়েছে। তার আগেই এই মেগা কর্মসূচি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
বিজেপি সূত্রে খবর, ভোট পর্বের শেষ লগ্নে একই দিনে কলকাতায় আসতে পারেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। জানা যাচ্ছে, শ্যামবাজার থেকে সিঁথি মোড় পর্যন্ত রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী মোদী। উত্তর কলকাতা ও দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় ও শীলভদ্র দত্তের সমর্থনে রোড শো করার সম্ভাবনা মোদীর। ওদিকে আবার একই দিনে দক্ষিণ কলকাতার হাজরায় সভা করার সম্ভাবনা রয়েছে মোদীর সেনাপতি অমিত শাহর। মূলত দক্ষিণ কলকাতা ও যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ও অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়ের সমর্থনে ওই সভা করার সম্ভাবনা রয়েছে শাহর, সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে।
উল্লেখ্য, ভোট পর্বের অন্তিম দফায় বাংলায় একাধিক হাইভোল্টেজ আসনে ভোট রয়েছে। তালিকায় রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর ও মথুরাপুর। পদ্ম শিবির সূত্রে খবর, বিজেপি চাইছে ভোট পর্বের অন্তিম লগ্নে গেরুয়া শিবিরের দুই তাবড় মহারথীর একই দিনে জোড়া কর্মসূচি রাখতে।