কলকাতা: নিজেকে ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে দিনের পর দিন চাকরি প্রলোভন দেখিয়ে টাকা লুঠ করেছেন এক যুবক। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়ল কাশীপুর থানায়। এলাকার একাধিক বেকার যুবকের কাছ থেকে এ ভাবে টাকা লুঠ করা হয়েছে বলে অভিযোগ। গতকাল, এই সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়ে। এরপরই ওই যুবকের খোঁজে শুরু হয় তল্লাশি। আপাতত পলাতক অয়ন বড়ুয়া নামে ওই অভিযুক্ত। বেকার যুবকদের কাছ থেকে লক্ষাধিক টাকা তিনি নিয়েছিলেন বলে অভিযোগ। সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিতেন অভিযুক্ত।
গতকাল, শুক্রবার কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন আব্দুল কাদের নামে এলাকার এক বাসিন্দা। তিনি জানান, সব মিলিয়ে মোট তিন লক্ষ টাকা তাঁর কাছ থেকে নিয়েছেন অয়ন। স্বাস্থ্য ভবনে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাঁকে। দীর্ঘদিন ধরে টাকা নেওয়া হলেও চাকরি দেওয়ার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছিল না। এরপর ওই লক্ষাধিক টাকা ফেরৎ চাইলেও ফেরৎ দেননি অয়ন। তাই তিনি থানার দ্বারস্থ হয়েছেন। আব্দুল কাদের নামে ওই যুবকের দাবি, শুধু তিনি একা নন, এলাকার এমন অনেক বেকার যুবকের কাছ থেকেই এ ভাবে টাকা নেওয়া হয়েছে।
অভিযোগ, অয়ন বড়ুয়া অনেকের কাছে গুয়েই দাবি করেন যে তিনি ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ। তৃণমূলের তরফ থেকে এলাকার যুবকদের চাকরি দেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। কাউকে স্বাস্থ্য ভবন, কাউকে পুরসভা অথবা পুর ও নগরোন্নয়ন দফতরে চাকরির আশ্বাস দেওয়া হত। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুর প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, ‘আমার নামে কে প্রতারণা করেছে আমি জানি না। তবে, মেয়র কখনও পুরসভায় চাকরি দিতে পারে না, মিউনিসিপ্যাল অফিসার’স দফতর থেকে দেওয়া হয়। আরও পড়ুন: ক্ষততে ধরেছে পোকা, এসএসকেএমের বাইরে পাঁচ দিন ধরে পড়ে রোগী, TV9 বাংলার খবরের জেরে হল ভর্তির ব্যবস্থা