Indian Railway: সুখবর! ভাড়া বাড়ছে না ট্রেনের, বিক্ষোভের মুখে সিদ্ধান্ত বদল করল রেল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 02, 2021 | 7:10 PM

Passenger Train: রবিবার থেকে স্বাভাবিক হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। আর পরিষেবা স্বাভাবিক হওয়ার পরই বেশ কিছু ট্রেনের ভাড়া দ্বিগুণ হয়ে গিয়েছে বলে অভিযোগ জানান যাত্রীরা।

Indian Railway: সুখবর! ভাড়া বাড়ছে না ট্রেনের, বিক্ষোভের মুখে সিদ্ধান্ত বদল করল রেল
ট্রেনের ভাড়া বেড়ে যাওয়া গতকাল ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা : পাঁচ মাস পর স্বাভাবিক হয়েছে লোকাল ট্রেন (Local Train) পরিষেবা। গত রবিবার থেকে আবার স্বাভাবিক নিয়মে চলছে লোকাল ট্রেন। তবে সোমবার বেশ কয়েকটি ট্রেনের যাত্রীরা অভিযোগ জানান, কোনও নোটিস ছাড়াই তাঁদের থেকে দ্বিগুন ভাড়া (Train Fare) নেওয়া হচ্ছে। লালগোলা প্যাসেঞ্জার (Lalgola Passenger) সহ একাধিক ট্রেনের যাত্রীরা এই অভিযোগে সোমবার বিক্ষোভও দেখান। আর এরপরই সিদ্ধান্ত বদল করল রেল। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই আপাতত পুরনো ভাড়াই নেওয়া হবে।

গতকাল, সোমবার সকালে লালগোলা প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানান যাত্রীরা। কাল যা ভাড়া ছিল, আজ আচমকাই তার দ্বিগুণ হয়ে গিয়েছে। ভাড়া দেখে যাত্রীরা ক্ষোভে ফুঁসতে থাকেন। অনেকে ভাড়া বৃদ্ধির খবর না জানায় বেশি ভাড়া দিতে প্রস্তুতও ছিলেন না। ফলে অনেকেই সমস্যায় পড়েন। আবার কেউ কেউ বলেন, রেলের টিকিট কাউন্টারগুলি প্যাসেঞ্জার ট্রেনের ভাড়ার বদলে এক্সপ্রেস ট্রেনের ভাড়া নিচ্ছে। ব্যারাকপুর স্টেশন থেকে শিয়ালদহ যাওয়ার পথে ট্রেনের মধ্যেই ক্ষোভ উগরে দেন যাত্রীরা। আগে থেকে না জানিয়ে, বা কোনও নোটিস না দিয়েই কেন রেল বাড়তি ভাড়া নিচ্ছে তা নিয়ে প্রতিবাদে সরব হন লালগোলা প্যাসেঞ্জারের যাত্রীরা।

একই ছবি দেখা যায় বর্ধমান রুটেও। রাতারাতি ভাড়া দ্বিগুণ হয়ে গিয়েছে বলে অভিযোগ জানান যাত্রীর। ফলে, সমস্যায় পড়েন বর্ধমান- আসানসোল ও বর্ধমান বোলপুর রুটের রেলযাত্রীরা। এক দিন আগেও যেখানে ববর্ধমান থেকে অন্ডালের ভাড়া ছিল ২০ টাকা আজ সেখানে সোমবার ৪৫ টাকা দিয়ে যেতে হয় যাত্রীদের। পাশাপাশি বর্ধমান-বোলপুর লাইনেও ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ জানান যাত্রীরা। লোকাল ট্রেনে বর্ধমান থেকে বোলপুর যেতে যেখানে ২০ টাকা লাগত, সেখানেও ৪৫ টাকা দিয়ে টিকিট নিতে হচ্ছে বলে অভিযোগ তোলেন যাত্রীরা।

পরে এই ভাড়া বৃদ্ধির ব্যাখ্যা পাওয়া যায় রেলের তরফে। আসলে এই নিয়মটা নতুন নয়। রেলের এক আধিকারিক জানিয়েছেন, গত মার্চ মাসেই এই ভাড়া বৃদ্ধির নিয়ম কার্যকর হয়। অন্যান্য রাজ্যে এই নিয়ম আগেই কার্যকর হয়েছে। কিন্তু এ রাজ্যে যেহেতু এতদিন পর্যন্ত কেবলমাত্র স্পেশাল ট্রেন চলছিল, তাই এই নিয়ম এতদিন লাগু হয়নি। কোভিড পরিস্থিতিতেই এই ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রেল। আধিকারিক জানান, এই সিদ্ধান্ত চলতি বছরের মার্চ মাসেই ঘোষণা করেছিল রেল বোর্ড। সেই সময় এ রাজ্যে করোনা সংক্রমণের জেরে সমস্ত লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন স্টাফ স্পেশাল হিসেবে চালানো হচ্ছিল। রাজ্যের নয়া নির্দেশিকা প্রকাশ হওয়ার পর আর স্পেশাল শব্দ ব্যবহার করা হচ্ছে না। সেই কারণে রেলের নিয়ম অনুযায়ী, কিছু প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বৃদ্ধি হয়েছে। এবার ফের সেই নিয়ম প্রত্যাহার করল রেল।

আরও পড়ুন : উপনির্বাচন ৪-০ করেই পুরভোট চাইল রাজ্য, কমিশনকে চিঠি পুর ও নগরোন্নয়ন দফতরের

Next Article