Kestopur Student Death: ‘ফাঁসি চাই, CBI তদন্ত চাই’, দাবি কেষ্টপুর কাণ্ডে পুত্রহারা বাবার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 06, 2022 | 11:57 PM

Demand of CBI Probe: অতনুর বাবা সংবাদ মাধ্যমের সামনে পুলিশি ব্যবস্থার উপর ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, "পুলিশ করছি... করব... বলতে গেলে বলছে, সব কথা তো আপনাদের বলব না। এই সব বলছে। আমরা চাইছি, ছেলেটার যেন ফাঁসি হয়। আমরা সিবিআই তদন্ত চাইছি।"

Kestopur Student Death: ফাঁসি চাই, CBI তদন্ত চাই, দাবি কেষ্টপুর কাণ্ডে পুত্রহারা বাবার
অতনুর বাবা বিশ্বনাথ দে

Follow Us

কলকাতা : কেষ্টপুরের দুই কিশোরের মৃত্যুর ঘটনায় তোলপাড় হচ্ছে গোটা রাজ্য। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। অতনুদের ‘অপহরণ’ করা হয়েছিল ২২ অগস্ট। পুলিশি জেরায় উঠে এসেছে ওই দিনেই দুই কিশোরকে খুন করা হয়েছিল। কিন্তু তারপরও কেষ্টপুরের দুই ছাত্রর দেহের খোঁজ পেতে দুই সপ্তাহের বেশি সময় লেগে যায় পুলিশের। এমন পরিস্থিতিতে পুলিশি তদন্তের উপর খুব একটা ভরসা রাখতে পারছেন না মৃত কিশোরদের পরিবারের লোকেরা। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন অতনুর বাবা বিশ্বনাথ দে। মঙ্গলবার অতনুর বাবা সংবাদ মাধ্যমের সামনে পুলিশি ব্যবস্থার উপর ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, “পুলিশ করছি… করব… বলতে গেলে বলছে, সব কথা তো আপনাদের বলব না। এই সব বলছে। আমরা চাইছি, ছেলেটার যেন ফাঁসি হয়। আমরা সিবিআই তদন্ত চাইছি।”

উল্লেখ্য, এদিন বিকেলে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ডিডি বিশ্বজিৎ ঘোষ সাংবাদিক বৈঠক করেন। পুলিশের তরফে জানানো হয়, ২৪ অগস্ট অভিযোগ পাওয়া গিয়েছিল। তারপর তদন্ত শুরু করে পুলিশ। অথচ, মৃতের পরিবারের তরফ থেকে দাবি করা হয়, অভিযোগ জানানো হয়েছিল ২২ অগস্ট। পুলিশের বক্তব্য এবং মৃতের পরিবারের বক্তব্যের মধ্যে এই অমিল নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিধাননগর পুলিশের তরফে জানানো হয়, বাড়ির লোকেরা যদি অভিযোগ করেন, তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

পাশাপাশি ঘটনার পর দুই সপ্তাহ ধরে বসিরহাটের মর্গে দেহ পড়ে ছিল। অথচ, তারপরও পুলিশের কাছে কেন কোনও খোঁজ ছিল না, সেই বিষয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিষয়টি নিয়ে পুলিশের বক্তব্য, ওই দুই কিশোর যে মারা গিয়েছে, তা পুলিশ শুরু থেকে ধরে নেয়নি। সেই কারণে শুরুর দিকে মর্গে খোঁজখবর নেওয়া হয়নি।

এদিকে পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যেই গাফিলতির অভিযোগ তুলেছে বিজেপি শিবির। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যও ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রাজ্যের পুলিশ প্রশাসনকে একহাত নিয়ে টুইটে আক্রমণ শানিয়েছেন।

 

Next Article
Kolkata Airport: কলকাতায় আসার পথে মাঝ আকাশে ফুরিয়ে এল জ্বালানি, আপদকালীন পরিস্থিতি বিমানবন্দরে
Anubrata Mondal: জেল নাকি জামিন? আজ অনুব্রতর আদালতে পেশ