পরিকল্পিত খুন! স্ট্যান স্বামীর মৃত্যুর প্রতিবাদে আজ যাদবপুরে পথে বামেরা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 06, 2021 | 7:53 AM

Father Stan: স্ট্যান স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার, ৬ জুলাই যাদবপুরে বিক্ষোভ সমাবেশ করবেন বাম নেতৃত্ব।

পরিকল্পিত খুন! স্ট্যান স্বামীর মৃত্যুর প্রতিবাদে আজ যাদবপুরে পথে বামেরা
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: অধিকার রক্ষা আন্দোলনের অন্যতম মুখ স্ট্যান স্বামী (Father Stan) প্রয়াণে মোদী সরকার প্রবল চাপে। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার, ৬ জুলাই যাদবপুরে বিক্ষোভ সমাবেশ করবেন বাম নেতৃত্ব। যাদবপুরের (Jadavpur) পালবাজারে হবে বিক্ষোভ। দুপুর ৩টেয় মৌলালি মোড়ে বিক্ষোভ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করা হবে। রাজ্য জুড়েই স্থানীয় স্তরে শোক ও প্রতিবাদ মিছিল করবেন নেতৃত্ব।

কারাবন্দি থাকাকালীন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন স্ট্যান স্বামী। গত ২৮ মে আদালতের নির্দেশের ভিত্তিতে তাঁর চিকিৎসা শুরু হয়। মুম্বইয়ের ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। পরিবারের তরফে, অনেকদিন ধরেই বলা হচ্ছিল, কারাগারে অসুস্থ হয়ে পড়ছেন স্ট্যান। কিন্তু অভিযোগ, সে কথায় কান দিচ্ছিলেন না কারাগার কর্তৃপক্ষ। আদালতে শুনানি চলাকালীন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে স্ট্যান স্বামী বলেছিলেন, কারাগারে দ্রুত তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। দ্রুত অন্তবর্তী জামিন মঞ্জুর করা না হলে তিনি আর বাঁচবেন না। এরপর আদালতের নির্দেশে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

২০২০ সালে ৮ অক্টোবর এনআইএ গ্রেফতার করে স্ট্যান স্বামীকে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনে অভিযোগ আনা হয়। ভীমা কোরেগাঁও মামলায় নাম জড়িয়েছিল স্ট্যানের। পাশাপাশি সাধু ভরদ্বাজ-সহ আরও বেশ কয়েকজন বন্দিমুক্তির দাবিতে আন্দোলনে নেমেছিলেন তিনি।

আরও পড়ুন: বিধানসভায় লাভলি, সোহমরা কে কার পাশে বসছেন, আসন বণ্টনে এবার নয়া ফর্মুলা

বেশ কয়েক মাস যাবৎ স্ট্যানের পারকিনসন্স-সহ একাধিক রোগ শরীরে বাসা বাঁধে। জেলে একাধিক বার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর, কারাগারে থাকতে তিনি কোভিডেও আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন বাম নেতৃত্ব। উদাসীনতা ও সময় মতো চিকিৎসা পরিষেবা না দেওয়ার কারণেই স্ট্যানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। তারই প্রতিবাদে আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি।

Next Article